1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

ধানক্ষেতে পড়ে ছিল বৃদ্ধের গলাকাটা মরদেহ

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: সেপ্টেম্বর ২৩, ২০২১, ১২:২১ পিএম ধানক্ষেতে পড়ে ছিল বৃদ্ধের গলাকাটা মরদেহ
ছবিঃ সংগৃহীত

ময়মনসিংহঃ জেলার নান্দাইলে ধানক্ষেত থেকে অজ্ঞাত (৭০) এক বৃদ্ধের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের বাহাদুরপুর সরকারি প্রাথমিক বিদ‍্যালয় সংলগ্ন একটি ধানক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। এ সময় ঘটনাস্থলের পাশ থেকেই হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়।

স্থানীয় সুত্রে জানা যায়, কয়েকজন কৃষক সকালে মাঠে ধানক্ষেত দেখতে গিয়ে বাহাদুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে মঘা নদীর দিকে যেতে কাঁচা রাস্তার পাশেই গলাকাটা অজ্ঞাত বৃদ্ধের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন‍্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান আকন্দ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্থানীয় কৃষকেরা মাঠের ধানক্ষেত দেখতে গিয়ে ওই বৃদ্ধের মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন‍্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। নিহতের নাম-পরিচয় জানার চেষ্টা চলছে বলেও জানান তিনি।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner