1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

টঙ্গীতে কারখানার ভেতরের চুল্লী থেকে ৫ শ্রমিক দগ্ধ

মোক্তার হোসেন, গাজীপুর প্রতিনিধি প্রকাশিত: সেপ্টেম্বর ২২, ২০২১, ০৪:৫৯ পিএম টঙ্গীতে কারখানার ভেতরের চুল্লী থেকে ৫ শ্রমিক দগ্ধ
ছবি: আগামী নিউজ

গাজীপুরঃ টঙ্গী পশ্চিম থানার মিলগেট এলাকায় এস এস স্টীল মিলস লিমিটেডে পাঁচ শ্রমিক দগ্ধ হয়েছেন।

বুধবার (২২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে কারখানার ভেতরের চুল্লী থেকে বিস্ফোরণে দুর্ঘটনাটি ঘটে।

টঙ্গী পশ্চিম থানার উপ-পরিদর্শক (এসআই) জিয়াউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

দগ্ধ শ্রমিকেরা হলেন আসাদুল্লাহ (৪৫), মুনতাহির মাহমুদ(২৮), বেল্লাল হোসেন (৩৮), সোহেল মিয়া (৩৮) ও সাগর আলী (৩৫)। তারা বিভিন্ন জেলার বাসিন্দা।

এসআই জিয়াউর রহমান জানান, ঘটনার সময় কারখানাটির ফার্ণেশ চুল্লীতে আগুন জ্বলা অবস্থায় আকষ্মিক বিস্ফোরণ ঘটে। এসময় চুল্লীর আশপাশে থাকা পাঁচজন শ্রমিক দগ্ধ হন। আগুনের ছিঁটেফোঁটা আরও বেশ কয়েক জন শ্রমিকের গায়ে লাগলেও তাদের অবস্থা গুরুতর নয়। তবে ওই পাঁচজন ১০ থেকে ১২ ভাগ পুড়ে থাকতে পারে। 

এস এস ষ্টীল মিলের মহা-ব্যবস্থাপক (জিএম) রাসেল বাবু জানান, কারখানায় লোহা গলানোর সময় পাঁচ শ্রমিক আহত হয়েছেন। আহতদেরকে টঙ্গী আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা শেষে তাদেরকে ঢাকার শেখ হাসিনা বার্ণ ইউনিটে পাঠানো হয়েছে।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner