1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

রংপুরে ট্রাকের নিচে চাপা পড়ে প্রকৌশলী নিহত

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: সেপ্টেম্বর ২০, ২০২১, ১০:৫৩ এএম রংপুরে ট্রাকের নিচে চাপা পড়ে প্রকৌশলী নিহত
ফাইল ছবি

রংপুরঃ জেলার তারাগঞ্জে ট্রাকচাপায় হাবিবুর রহমান (৪৮) নামের এক প্রকৌশলী নিহত হয়েছে। রোববার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

এর আগে রোববার (১৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কের তারাগঞ্জ বামনদীঘির সামনে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। সেসময় নিহত হাবিবুর রহমান মোটরসাইকেল নিয়ে ট্রাকের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন। 

নিহত হাবিবুর রহমান নীলফামারী জেলার জলঢাকা উপজেলার বালাগ্রাম ইউনিয়নের খেজুরতলা গ্রামের ইয়াকুব আলীর ছেলে। তিনি রংপুর পল্লীবিদ্যুৎ সমিতি-২ এর লাইন ইনর্চাজ হিসেবে কর্মরত ছিলেন।

তারাগঞ্জ হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরনবী প্রধান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঢাকাগামী সবজিবাহী ট্রাক তারাগঞ্জ থেকে ছেড়ে পথে একটি অটোভ্যানের সঙ্গে ধাক্কা লেগে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এক পর্যায়ে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। এতে মোটরসাইকেল আরোহী হাবিবুর রহমান ওই ট্রাকের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন। তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় থানায় কেউ কোনো অভিযোগ করেননি। 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner