
চট্টগ্রামঃ জেলার সাতকানিয়ায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়ে গোলাম মোস্তফা মিশু নামের এক যুবক নিহত হয়েছে। রোববার (১৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার দেউদিঘী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত গোলাম মোস্তফা মিশু উপজেলার কাঞ্চনা ইউনিয়নের দক্ষিণ কাঞ্চনা বকশিরখীল এলাকার কামাল পাশার ছেলে।
সাতকানিয়া থানার ওসি মো. আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিয়ন্ত্রণ হারিয়ে চলন্ত মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন মিশু। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মোটরসাইকেল চালানো অবস্থায় তিনি স্ট্রোক করেন বলে ধারণা করা হচ্ছে।