1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

বগুড়ায় বাস চাপায় সেনা সদস্য নিহত

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: সেপ্টেম্বর ১৯, ২০২১, ০৬:১২ এএম বগুড়ায় বাস চাপায় সেনা সদস্য নিহত
প্রতীকী ছবি (সংগৃহীত)

বগুড়াঃ জেলার শাহাজাহানপুরে বাসচাপায় শামীম হোসেন (৩৩) নামের এক সেনা সদস্য নিহত হয়েছে। এসময় ৭ বছর বয়সী রেদওয়ান নামের এক শিশু আহত হয়েছে। শনিবার (১৮ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কে মাঝিরা বন্দর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, শনিবার রাতে বগুড়া-ঢাকা মহাসড়কের মাঝিড়া সেনানিবাস এলাকায় নিহত শামীম তার ছেলেকে সাথে নিয়ে বাইসাইকেলে করে যাচ্ছিলেন। ওই সময় নওগাঁ থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী চাঁদনী ট্রাভেলসের (ঢাকা মেট্রো-ব- ১৪- ৬৫৬৩) বাসটি সৈনিক শামীমের সাইকেলে ধাক্কা দেয়। এতে শামীম বাসের নিচে চাপা পড়েন ও তার ছেলে ছিটকে মহাসড়কে পরে যায়। স্থানীয়রা উদ্ধার করে বগুড়া সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করলে রাত ৯টার দিকে আহত শামীম মারা যান। তিনি মাঝিড়া সেনানিবাসে সৈনিক পদে কর্মরত ছিলেন।

শাহাজাহানপুর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) নান্নু খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বাস চাপায় নিহতের ঘটনায় ঘটনাস্থলে থাকা শাহাজাহানপুর থানা পুলিশের একটি দল দ্রুত বাসটি জব্দ করে বাসের চালক আজাদ মোস্তফা (৪০) ও সুপারভাইজার আমিনুল ইসলামকে আটক করেছে পুলিশ। আটকদের ও জব্দ বাসটিকে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner