1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

ইলিশ সম্পদ রক্ষায় সকলকে এগিয়ে আসতে হবে

মিলন শেখ, সিরাজগঞ্জ প্রতিনিধি প্রকাশিত: সেপ্টেম্বর ১৬, ২০২১, ০৭:২৩ পিএম ইলিশ সম্পদ রক্ষায় সকলকে এগিয়ে আসতে হবে
ছবি: আগামী নিউজ

সিরাজগঞ্জঃ মৎস্য অধিদপ্তর 'ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা' প্রকল্প এর আওতায় জেলা পর্যায়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

মুজিব বর্ষে শপথ নেবো জাটকা নয় ইলিশ খাবো এই স্লোগান কে সামনে রেখে বৃহস্পতিবার  ১৬ সেপ্টেম্বর  সকাল ১০ টায়  অফির্সাস ক্লাবে সেমিনার আয়োজন করে  সিরাজগঞ্জ  জেলা মৎস্য  অধিদপ্তর।    

সেমিনারে সিরাজগঞ্জ সদর ও কামারখন্দ আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত মুন্না  প্রধান অতিথির বক্তব্যে  রাখেন। এতে সভাপতিত্ব করবেন  জেলা প্রশাসক  ড ফারুক  আহাম্মদ। বিশেষ  অতিথির বক্তব্যে  রাখেন, বিশেষ অতিথি বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার নুর আলম,রাজশাহী বিভাগের মৎস্য অধিদপ্তরের উপ- পরিচালক  তোফাজ উদ্দিন আহমেদ,

উপ -প্রকল্প পরিচালক  অধিদপ্তর  মো. মাহবুবুর রহমান, সদর উপজেলা  চেয়ারম্যান  মোঃ  রিয়াজ উদ্দিন , জেলা মৎস্য কর্মকর্তা মো.শাহেদ আলী, জেলা আনসার কমান্ড্যান্ট মির্জা  সিফাত এ খোদা, সদর উপজেলা সিনিয়ন মৎস্য কর্মকর্তা মো. আনোয়ার হোসেন,প্রেসক্লাবে সভাপতি হেলাল আহমেদ প্রমূখ।

এমপি মুন্না  বলেন, বর্তমান ইলিশ সম্পদ রক্ষায় সকলকে এগিয়ে আসতে হবে । অবরােধের সময় জেলেরা যাতে তাদের পরিবার পরিজন নিয়ে জীবিকা নির্বাহ করতে পারে তার জন্য বর্তমান সরকার জেলেদের ভিজিডি কার্ডের মাধ্যমে চাল দিচ্ছে । প্রকৃত জেলেরা যাতে চাল পায় তার জন্য মৎস্য কর্মকর্তাসহ উপজেলা প্রশাসনকে কঠোর নজরদারী করার জন্য বলেন তিনি বলেন । বর্তমান সরকারের যথাযথ পদক্ষেপের কারনে আমরা নদীতে বড় ইলিশ মাছ পাচ্ছি । এতে জেলেরা যেমন লাভবান হচ্ছে পাশাপাশি দেশবাসী বড় ইলিশ খেতে পারছে। জেলেদের অনেক সুযােগ সুবিধা দেয়ার পরও কিছু কিছু অসাধু এবং লােভী লােক চুরি করে ঝাটকাসহ ছােট মাছ স্বীকার করছে । এদের বিরুদ্বে সকলকে ঐক্যবদ্ধ হয়ে শতর্ক থাকতে হবে ।

এসময় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম সান্টু, আওয়ামী মৎস্য জীবী লীগের সাধারণ সম্পাদক  মাইনুল ইসলাম সহ ৯টি উপজেলার জেলেরা উপস্থিত ছিলেন।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner