1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

৫ টাকা ভাড়া বেশি চাওয়ায় রিকশা চালককে কুপিয়ে হত্যা

মুজাহিদুল ইসলাম সোহেল, নোয়াখালী প্রতিনিধি প্রকাশিত: সেপ্টেম্বর ১৬, ২০২১, ০৭:০২ পিএম ৫ টাকা ভাড়া বেশি চাওয়ায় রিকশা চালককে কুপিয়ে হত্যা
ফাইল ছবি

 

নোয়াখালীঃ জেলার বেগমগঞ্জে ৫ টাকা রিকশা ভাড়া বেশি চাওয়ার জের ধরে বিবাদের এক পর্যায়ে এক রিকশা চালক  মো. হোসেন(৩৫)কে কুপিয়ে হত্যা করেছে মোরশেদ আলম নামের এক যাত্রী। এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তি পলাতক রয়েছে।

নিহত রিকশাচালক হোসেন (৩৫) চৌমুহনী পৌরসভার ৫নম্বর ওয়ার্ডের গনিপুর গ্রামের চান মিয়ার ছেলে। সে পেশায়  একজন  ব্যাটারী চালিত অটো রিকশা চালক।

বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে উপজেলার চৌমুহনী পৌরসভার ৫নম্বর ওয়ার্ডের গনিপুর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায় ,দুপুর পৌনে ২টার দিকে রিকশা চালক আবুল হোসেন চৌমুহনী রেল স্টেশন থেকে  মোরশেদ আলমকে নিয়ে গনিপুর গ্রামে  ভাড়া নিয়ে যায়। একপর্যায়ে ভাড়া নিয়ে তাদের বিবাদ বেধে যায়। পরে ওই যাত্রী ৫ টাকা রিকশা ভাড়া বেশি চাওয়ার জেরে বাড়ি থেকে দা এনে রিকশা চালক হোসেনকে গলায় কোপ দেয়। এতে তার গলার কিছু অংশ কেটে যায়। পরবর্তীতে স্থানীয় লোকজন  গুরুত্বর আহত অবস্থায় রিকশাচালককে  ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে ১ নং ওয়ার্ডে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় দুপুর ২টা ১৫ মিনিটের দিকে সে মারা যায়।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ কামরুজ্জামান শিকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে রয়েছে। অভিযুক্ত আসামিকে গ্রেফতারে চেষ্টা চালাচ্ছে পুলিশ। পুলিশ তাৎক্ষণিক অভিযুক্ত ব্যক্তির নাম ঠিকানা জানাতে পারেনি।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner