1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

মমেকের করোনা ইউনিটে একদিনে ৪ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: সেপ্টেম্বর ১৬, ২০২১, ১২:১৪ পিএম মমেকের করোনা ইউনিটে একদিনে ৪ জনের মৃত্যু
ফাইল ছবি

ময়মনসিংহঃ গত ২৪ ঘণ্টায় মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। এইসময়ে করোনায় ২ জন ও উপসর্গ নিয়ে ২ জন মারা গেছেন। বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) সকালে হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ৪ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ২ জন করোনায় ও উপসর্গ নিয়ে মারা গেছেন ২ জন। করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া ব্যক্তিরা হলেন- ময়মনসিংহের ভালুকার আব্দুল বারী (৭৫) ও টাঙ্গাইলের ধনবাড়ি উপজেলার গোলাম মোস্তফা (৬০) মারা গেছেন। অন্যদিকে উপসর্গ নিয়ে ময়মনসিংহ সদরের নজিরন নেছা (৭০) ও নেত্রকোনার পূর্বধলা উপজেলার জোবেদা বেগম (৯০) মারা গেছেন। 

তিনি আরও জানান, বর্তমানে হাসপাতালের আইসিইউতে ৬ জনসহ করোনা ইউনিটে মোট ১০৪ জন রোগী ভর্তি আছেন। নতুন ভর্তি হয়েছেন ৮ জন ও সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন ১৩ জন। 

চলতি সেপ্টেম্বর মাসে এ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে করোনা ও উপসর্গে ৭১ জনের মৃত্যু হয়েছে। এর আগে জুলাই মাসে করোনা ও উপসর্গ নিয়ে ৪৮২ এবং আগস্ট মাসে ৪১৯ জনের মৃত্যু হয়েছিল।

ময়মনসিংহ জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ও অ্যান্টিজেন টেস্টে ৩৫৯টি নমুনা পরীক্ষা করে ৩৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১০.৮৬ শতাংশ। এ পর্যন্ত জেলায় মোট আক্রান্ত ২১ হাজার ৬৭৫ জন এবং সুস্থ হয়েছেন ২০ হাজার ৩১১ জন।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner