1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

ট্রলার ডুবিতে ৩ দিনেও খোঁজ মেলেনি ২ জেলের

রাসেল কবির মুরাদ, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি প্রকাশিত: সেপ্টেম্বর ১৩, ২০২১, ০৭:৩৪ পিএম ট্রলার ডুবিতে ৩ দিনেও খোঁজ মেলেনি ২ জেলের
ছবি: সংগৃহীত

পটুয়াখালীঃ জেলার কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে এফ বি মলি ট্রলার ডুবিতে নিখোঁজ জেলে হারিচ মাঝি ও জেলে সত্তারের তিন দিনেও খোঁজ পাওয়া যায়নি।

স্থানীয় সূত্র ও উদ্ধার হওয়া জেলেরা এ প্রতিনিধিকে বলেন, শুক্রবার রাতে ট্রলারটির ইঞ্জিন বিকল হয়ে  উত্তাল ঢেউয়ের কবলে পড়ে। এ সময় অপর একটি মাছ ধরা ট্রলার জালের মোটা রশি দিয়ে বেঁধে কিছু দূর আসলে সাগর আরও উত্তাল হয়ে যায়। এ সময় উপায় না পেয়ে উদ্ধারকারী ট্রলারটি রশি কেটে নিরাপদে চলে আসে। 

এ  সময় বিপদগ্রস্থ ট্রলারে থাকা ছয় জেলের দুজন উদ্ধাকারী ট্রলারে উঠতে সক্ষম হয়েছে। বাকি চার জেলেসহ মাছ ধরা ট্রলার এফ বি মলি ডুবে যায়। ওই চার জেলে ট্রলারে বরফ রাখার একটি ককসিট ধরে সাগরের উত্তাল ঢেউয়ে হাবুডুবু খেতে থাকে। ঘন্টা খানেক পরে ককসিটটিও ভেঙ্গে যায়। 

এরপর চার জেলে বিচ্ছিন্ন হয়ে গেছে। প্রায় ১২ ঘন্টা পর অর্ধচেতন অবস্থায় কুয়াকাটা সংলগ্ন সাগরবক্ষ থেকে শনিবার উদ্ধার করা হয় জেলে হজরত ও মোহাম্মদ আলীকে। তবে জেলে হারিছ মাঝি ও জেলে সত্তার তিন দিন ধরে নিখোঁজ রয়েছে।

এবিষয়ে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মনিরুজ্জামান সাংবাদিকদের জানায়, শুক্রবারের ট্রলার ডুবির ঘটনায় ট্রলার মালিক মো: সোহেল মিয়া দুজন জেলে নিখোঁজ ও ট্রলার ডুবির ঘটনায় মহিপুর থানায় একটি সাধারন ডায়েরি করেছে।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner