1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

বিদ্যালয়ের শৌচাগারে বঙ্গবন্ধুর ছবি টাঙিয়ে অবমাননা!

মানিক সাহা, গাইবান্ধা প্রতিনিধি প্রকাশিত: সেপ্টেম্বর ১০, ২০২১, ০৭:২০ পিএম বিদ্যালয়ের শৌচাগারে বঙ্গবন্ধুর ছবি টাঙিয়ে অবমাননা!
ছবি: আগামী নিউজ

গাইবান্ধাঃ গাইবান্ধার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শৌচাগারে জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি টাঙ্গিয়ে রাখার ঘটনায় এলাকায় তোলপার শুরু হয়েছে। ঘটনাটি ঘটেছে জেলার সুন্দরগঞ্জ উপজেলার হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।

স্থানীয়দের অভিযোগ ইচ্ছাকৃতভাবেই ওই বিদ্যালয়ের শৌচাগারে বঙ্গবন্ধুর ছবি টাঙ্গিয়ে তাকে অবমাননা করা হয়েছে। ওই ঘটনায় দায়িদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবী জানান তারা। 

বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) বিকেলে ওই স্কুলে গিয়ে দেখা যায়, পরিত্যক্ত একটি ছোট কক্ষে শৌচাগার তৈরি করা হয়েছে। আর সেই শৌচাগারের দেয়ালে টাঙানো রয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি। সাংবাদিকদের ছবি তোলা দেখে বিদ্যালয়ের দপ্তরি ছবিটি দ্রুত অন্যত্র সরিয়ে অন্য কক্ষে নিয়ে যায়।

এ বিষয়ে বিদ্যালয়ের দপ্তরি মো. বাবু মিয়া বলেন, স্কুলের প্রধান শিক্ষক তাকে ছবিটি রাখতে বলেছেন। করোনার কারণে স্কুল বন্ধ থাকায় ছবিটি আর সরানো হয়নি।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবদুল আজিজ জানান, ওই কক্ষটি আগে শ্রেণিকক্ষ ছিল। ছয় মাস আগে কক্ষটিকে শৌচাগার করা হয়। বঙ্গবন্ধুর ছবিটি ওই কক্ষে টাঙানো ছিল। কিন্তু করোনার সময় স্কুল বন্ধ থাকায় ছবিটি সরানো হয়নি।
এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার একেএম হারুন অর রশিদ বলেন, এটি এক ধরনের অবহেলা। ঘটনা সত্যি হলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

গাইবান্ধা জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. হোসেন আলী আগামী নিউজকে বলেন, আমি বিষয়টি কিছুক্ষণ আগে জানতে পেরেছি। বিষয়টি স্পর্শকাতর। কার অবহেলা বা দায়িত্বহীনতার কারণে এটি হয়েছে তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, শুধুমাত্র একটি শিক্ষাপ্রতিষ্ঠান একজন চতুর্থ শ্রেণির কর্মচারির উপর নির্ভর করে চলে না। এজন্য সকল শিক্ষককে সচেতন হতে হবে।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner