1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

নেত্রকোণার বিজিবি’র অভিযানে ভারতীয় শাড়ী জব্দ

সালাহ উদ্দীন খান রুবেল, নেত্রকোণা প্রতিনিধি প্রকাশিত: সেপ্টেম্বর ৮, ২০২১, ০৩:১৫ পিএম নেত্রকোণার বিজিবি’র অভিযানে ভারতীয় শাড়ী জব্দ
ছবি : আগামী নিউজ

নেত্রকোণাঃ জেলায় বিজিবি’র সাহসী ও চৌকস টহল দলের অভিযানে আজ বুধবার প্রায় পঁচিশ লক্ষ এগারো হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ী জব্দ করেছে।

নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১বিজিবি) অধিনায়ক লেঃ কর্ণেল এএসএম জাকারিয়া লিখিত এক প্রেসবিজ্ঞপ্তীর মাধ্যমে গণমাধ্যমকর্মীদের জানান, নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১বিজিবি) এর অধীনস্থ জেলার দূর্গাপুর উপজেলার দূর্গাপুর ইউনিয়নে অবস্থিত ভরতপুর বিওপি‘র নায়েব সুবেদার মোঃ ফরিদুল ইসলামের নেতৃত্বে ভরতপুর এবং বারমারী বিওপি‘র সমন্বয়ে তের সদস্যের একটি টহল দল কর্তৃক দায়িত্বপূর্ণ সীমান্ত মেইন পিলার ১১৬৯ ও ১১৬৩ হতে আনুমানিক তিনশত গজ বাংলাদেশের অভ্যন্তরে ভরতপুর এবং উত্তর বারমারী নামক স্থানে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ফাঁদ পেতে থাকে। তথ্য অনুযায়ী ভারতের দিক হতে চোরাকারবারীদের মালামাল নিয়ে আসতে দেখে বিজিবি টহল দল তাদের ধাওয়া করে এবং পার্শ্ববর্তী বারমারী বিওপিকে বিষয়টি অবহিত করলে টহল দল দ্রুততার সাথে ঘটনাস্থলে উপস্থিত হয় এবং উভয় বিওপির টহল দল কর্তৃক হানা দিলে চোরাকারবারীরা মালামাল রেখে পালিয়ে যায়। ঘটনাস্থল হতে ভারতীয় লতিকা শাড়ি একশত দশ পিস, ভারতীয় ফেন্সি শাড়ি বিশ পিস এবং ভারতীয় ত্রিশা শাড়ি দুইশত ছিয়ানব্বই পিস জব্দ করা হয়। যার সিজার মূল্য প্রায় পঁচিশ লক্ষ এগারো হাজার টাকা।

তিনি আরও জানান, জব্দকৃত চোরাচালানী মালামল নেত্রকোণা কাষ্টমস্ অফিসে জমা করা হবে। উল্লেখ্য, কোনো চোরাকারবারী আটক করা সম্ভব হয়নি।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner