1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

ছোট ভাইয়ের অস্ত্রের কোপে বড় ভাই জখম

মঠবাড়িয়া প্রতিনিধি প্রকাশিত: সেপ্টেম্বর ৭, ২০২১, ০৮:০৯ পিএম ছোট ভাইয়ের অস্ত্রের কোপে বড় ভাই জখম
ছবিঃ আগামী নিউজ

পিরোজপুরঃ জেলার মঠবাড়িয়া উপজেলার সাপলেজা গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে ছোট ভাই ছগির ফরাজি ও তার ছেলের ধারালো অস্ত্রের কোপে বড় ভাই হারুন ফরাজি  (৫০) গুরুতর জখম হয়েছে।  

সোমবার বিকালে উপজেলার সাপলেজা গ্রামে এ ঘটনা ঘটে।

ছগির ও হারুন দুজনই মৃত: আব্দুল জব্বার ফরাজির ছেলে।

এ ঘটনায় পুলিশ সোমবার রাতে ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছে।

গুরুতর আহত হারুন ফরাজি  জানান, পৈতৃক সূত্রে পাওয়া তার জমিতে ছোট ভাই ছগির ফরাজি জোর করে আমন বীজ রোপন করে।  এ ঘটনার কারণ জানতে গেলে ছগির ফরাজি ও তার ছেলে রাকিব ফরাজি ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করে। তার চিৎকারে স্ত্রী ফিরোজা বেগম এগিয়ে গেলে তাকেও পিটিয়ে আহত করেন। এর পর স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

মঠবাড়িয়া থানা অফিসার ইনচার্জ মুহা: নুরুল ইসলাম বাদল জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যাবস্থা নেওয়া হবে।
 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner