1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

সুবর্ণচরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

মুজাহিদুল ইসলাম সোহেল,নোয়াখালী প্রতিনিধি প্রকাশিত: সেপ্টেম্বর ৭, ২০২১, ০৭:৩০ পিএম সুবর্ণচরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
প্রতীকী ছবি

নোয়াখালীঃ জেলার সুবর্ণচরে পানিতে পড়ে মুজাহিদুল ইসলাম(৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সাড়ে বারটার দিকে উপজেলার চরক্লার্কর্ ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

নিহত শিশু মুজাহিদুল ইসলাম চরক্লার্ক ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের রসূলপুর জনতা বাজার সংলগ্ন জামশেদ সওদাগর বাড়ির মোহাম্মদ ইলিয়াছ হোসেনের পুত্র।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, বাড়ির উঠনে খেলাধূলার এক পর্যায়ে পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির পুকুরে গিয়ে পড়ে। এরপর তাকে দীর্ঘক্ষণ না দেখে আশেপাশে খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুরে জাল মারলে তাঁর মৃতদেহ জালের সাথে ভেসে আসে। পরে তাকে উদ্ধার করে স্থানীয় জনতা বাজার পল্লী চিৎিসকের কাছে নিয়ে যান। তিনি ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের কাছে প্রেরণ করলে চিকিৎস তাঁকে মৃত ঘোষণা করেন।

সুবর্ণচর ৫০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা: সাব্বির আহমেদ জানান, তাঁকে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়েছে। হাসপাতালে আনার আগে সে মারা গেছেন।

চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জিয়াউল হক বলেন, পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেব।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner