
মানিকগঞ্জঃ জেলার হরিরামপুরে বন্যার পানিতে গোসল করতে নেমে নির্মলা দাস (৭০) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
মঙ্গলবার(৭সেপ্টেম্বর) দুপুরে উপজেলার পাঠগ্রাম অনাথবন্ধু সরকারি উচ্চবিদ্যালয়ের মাঠের পাশে অবস্থিত কালভার্টের উপর বসে গোসল করার সময়। স্রোতের টানে তাকে কালভার্টের ভেতরে নিয়ে গেলে। সেখানে আটকা পড়ে তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য খলিলুর রহমান খান জানান, নিহত নির্মলা দাস বয়ড়া ইউনিয়নের আন্ধারমানিক গ্রামের মৃত জিতেন দাসের স্ত্রী। আজ দুপুরে গোসল করার সময় পানির স্রোতে কালভার্টের ভেতরে ঢুকে তার মৃত্যু হয়েছে বলে আমি শুনেছি।
হরিরামপুর ফায়ার সার্ভিসের ফায়ার রাইটার মেহেদী হাসান জানান, গোসল করতে গিয়ে একবৃদ্ধা পানির স্রোতে কালভার্টের ভেতরে ঢুকে যাওয়ার খবর পাই, পড়ে সেখানে গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।