1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

সুবর্ণচরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুল ছাত্রের মৃত্যু

মুজাহিদুল ইসলাম সোহেল,নোয়াখালী প্রতিনিধি প্রকাশিত: সেপ্টেম্বর ৫, ২০২১, ০৬:৩২ পিএম সুবর্ণচরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুল ছাত্রের মৃত্যু
ছবিঃ সংগৃহীত

নোয়াখালীঃ জেলার সুবর্ণচর উপজেলার চরক্লার্ক ইউনিয়নে বিদ্যুতায়িত হয়ে সোহেল রানা নামের এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে।

রবিবার বিকেল সাড়ে তিনটার দিকে চরক্লার্ক ইউনিয়নে চরক্লার্ক ৩ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

নিহত সোহেল রানা উপজেলার একই ইউনিয়নের হেলাল উদ্দিনের ছেলে।সে লর্ড লিওনার্দ চেশায়ার উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিল।

পুলিশের ভাষ্য মতে,পরিবারে তিনভাইয়ের মধ্যে সবার ছোট সোহেল রানা।অভাব অনটেনের সংসারে করোনাকালীন সময়ে স্কুল বন্ধের সুবাধে বড় ভাইয়ের সাথে বৈদ্যুতিক মেস্ত্রীর সহযোগী হিসেবে কাজ শিখেন। পাশের বাড়িতে বিদ্যুতের সমস্যা দেখা দিলে সে ঐ বাড়িতে কাজ করতে যায়। কাজের সময় অসাবধানতাবশত বিদ্যুতের তারে জড়িয়ে অচেতন হয়ে পড়েন। পরে বাড়ির লোকজন টের পেয়ে তাঁকে উদ্ধার করে সুবর্ণচর ৫০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সুবর্ণচর ৫০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক জয়দেব প্রকাশ বলেন, সোহেল রানাকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

এদিকে সোহেল রানার মৃত্যু খবর ছড়িয়ে পড়লে সহপাঠী ও এলাকায় শোকের ছায়া নেমে আসে।

চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. জিয়াউল হক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য নোয়াখালী সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হবে। ময়নাতদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner