1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

সিলেট-৩ উপনির্বাচন : জয়ের পথে নৌকা

ডেস্ক রিপোর্ট প্রকাশিত: সেপ্টেম্বর ৪, ২০২১, ০৭:১৫ পিএম সিলেট-৩ উপনির্বাচন : জয়ের পথে নৌকা
ছবিঃ সংগৃহীত

সিলেটঃ সিলেট-৩ (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জের একাংশ) আসনের উপনির্বাচনে শেষ খবর পাওয়া পর্যন্ত জয়ের পথে রয়েছেন আওয়ামী লীগের প্রার্থী হাবিবুর রহমান হাবিব। বিকেল ৫টা পর্যন্ত পাওয়া খবরে বিপুল ভোটে এগিয়ে রয়েছেন নৌকার এ প্রার্থী। এখন পর্যন্ত কেন্দ্রভিত্তিক ঘোষিত ১৪ কেন্দ্রের ফলাফলে হাবিবুর রহমান হাবিব (নৌকা) পেয়েছেন ১০ হাজার ১৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির আতিকুর রহমান আতিক (লাঙ্গল) ১ হাজার ৫৪২ ভোট পেয়েছেন। 

সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা  পর্যন্ত এ নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। প্রথমবারের মতো এ আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ হয়।কিছু অভিযোগ ছাড়া কোথাও বড় ধরনের বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি।

সিলেট-৩ আসনে উপ-নির্বাচনে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন- আওয়ামী লীগের প্রার্থী যুক্তরাজ্য প্রবাসী হাবিবুর রহমান হাবিব (নৌকা), জাতীয় পার্টির আতিকুর রহমান আতিক (লাঙ্গল), বিএনপির বহিষ্কৃত প্রার্থী শফি আহমদ চৌধুরী (মোটরগাড়ি) এবং বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী যুক্তরাজ্য প্রবাসী জুনায়েদ মোহাম্মদ মিয়া (ডাব)।

শনিবার সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে একযোগে ১৪৯টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ইভিএমে ভোট হওয়ায় কেন্দ্রগুলো দ্রুত ফলাফল ঘোষণা করছে।  কয়েকটি কেন্দ্র থেকে প্রাপ্ত ফলাফল জানার পরই আওয়ামী লীগের নেতাকর্মীরা আনন্দ মিছিল বের করেন। 

জানা গেছে, বালাগঞ্জের ছিন্নাতপুর প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা মার্কা ৬০৭ ভোট ও লাঙ্গল ৩৯, দক্ষিণ সুরমার জালালপুরের রায়খাইল কেন্দ্রে নৌকা ৫৬৫ ভোট ও লাঙ্গল ২৬১ ভোট, বালাগঞ্জের জামালপুর  প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ৭৫৭ ভোট পেয়েছে নৌকা এবং লাঙ্গল পেয়েছে ১১৮ ভোট, বালাগঞ্জের ডিএন উচ্চবিদ্যালয় কেন্দ্রে নৌকার প্রার্থী ৮৭৮ ভোট ও লাঙ্গলের প্রার্থী ৬৮ ভোট পেয়েছেন। এছাড়া টিএন সেন্টারে নৌকা ১ হাজার ৩৩৩ ভোট ও লাঙল ৭১ ভোট, বাবরকপুরে নৌকা ৭৮০ ভোট ও লাঙল ৪৭ ভোট, বোয়ালজুরে ৭৩২ ভোট নৌকা ও লাঙল ২৮ ভোট, শ্রীনাথপুরে নৌকা ৬০৭ ভোট ও লাঙল ৩৯ ভোট, উজ্জ্বলপুরে নৌকা ৭০৭ ভোট ও লাঙল পেয়েছে ১৮ ভোট।

ভোটগ্রহণের শুরুতে কয়েকটি কেন্দ্রে ভোটারদের মোটামুটি উপস্থিতি থাকলেও বেশিরভাগ কেন্দ্র ছিল প্রায় ফাঁকা। তবে যেসব কেন্দ্রে ভোটার উপস্থিতি ছিল, সেগুলোতে পুরুষের চেয়ে নারী ভোটার ছিল বেশি।কেন্দ্রে কেন্দ্রে দায়িত্ব পালন করেছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner