1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

সুবর্ণচরে পুলিশ সদস্যের বর্ণাঢ্য বিদায়

মুজাহিদুল ইসলাম সোহেল, নোয়াখালী প্রতিনিধি: প্রকাশিত: সেপ্টেম্বর ৩, ২০২১, ০৮:৩৩ পিএম সুবর্ণচরে পুলিশ সদস্যের  বর্ণাঢ্য বিদায়
ছবিঃ আগামী নিউজ

নোয়াখালীঃ দীর্ঘ ৩৮ বছর ৬ মাস চাকরি জীবনের শেষ কর্মদিবসে আবুল কামাল নামের এক পুলিশ কনস্টেবলকে বর্ণাঢ্য বিদায়ের আয়োজন করলেন নোয়াখালীর সুবর্ণচরে চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জিয়াউল হক তারিক খন্দকার। সম্মানের সাথে এই পুলিশ সদস্যের বিদায়ের আয়োজন দেখে সকল পুলিশের মাঝে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়।তার অবসরে যাওয়ার দিনটি স্মরণীয় করে রাখতে রাজকীয় বিদায় সংবর্ধনার আয়োজন করে চরজব্বার থানা পুলিশ।

শুক্রবার (৩ সেপ্টেম্বর ২০২১) বিকেল আনন্দঘন পরিবেশে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। বিদায়ের সময় পুলিশ সদস্যরা সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে অবসরপ্রাপ্ত কনস্টেবল আবুল কালাম ফুলের পাপড়ি ছিটিয়ে বিদায় জানান। শুধু তাই নয়, সুসজ্জিত গাড়িতে তাকে বাড়ি পৌঁছে দেয়া হয়।এ সময় আবেগে আপ্লুত হয়েছিলেন উপস্থিত সকল পুলিশ সদস্য। বিদায়ী কনস্টেবলের বাড়ি জেলার সদর উপজেলার এওজবালিয়া গ্রাম।

চরজব্বার থানার কম্পাউন্ডে বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে আলোচনা সভায় বক্তব্য রাখেন চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জিয়াউল হক তারিক খন্দকার,উপ পরিদর্শক দীপক চন্দ্র নাথ। এসময় উপস্থিত ছিলেন ডিএসবি এসআই মোঃ কামাল হোসেন, এএসআই রোমান মিয়া, এসআই মোহাম্মদ দস্তগীর হোসেন, এসআই মোঃ নুরুল ইসলাম, এএসআই উৎপল দেওয়ান, এসআই রিয়াজসহ অনন্যা সদস্যরা।

চরজব্বার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো জিয়াউল হক তারিক খন্দকার জানান, আমি চরজব্বার থানাতে আসার পর এই প্রথম থানা থেকে কোনো কনস্টেবল অবসরে যাওয়ার পর তাকে বর্ণাঢ্য আয়োজনে বিদায় সংবর্ধনা ও সুসজ্জিত গাড়িতে বাড়ি পৌঁছে দেয়ার ব্যবস্থা করি। তিনি বলেন, আবুল কালাম একজন চৌকস কনস্টেবল ছিলেন। তাকে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে দেখেছি। বিদায়ী পুলিশ কনস্টেবল আবুল কালামকে বাড়ী পৌঁছে দেয়ার জন্য ফুল দিয়ে গাড়ী সাজানো হয়। তুলে দেয়া হয় সম্মাননা স্মারক। সহকর্মীরা হাতে তুলে দেন বিভিন্ন উপহার।

চাকরী জীবনের শেষ দিনে এমন বর্ণাঢ্য আয়োজনে আপ্লুত আবুল কালাম বলেন, আমার চাকরী জীবনের এটাই ছিলো শ্রেষ্ঠ পাওয়া। জীবনের ৩৮ বছর ৬ মাস দেশের নানা জায়গায় কাজ করেছি। বিদায় বেলায় ওসি স্যার যে আয়োজন করলেন তা সারা জীবন মনে থাকবে। পরে ফুল দিয়ে সাজানো গাড়ী করে জেলা সদরের এওজবালিয়া নিজ গ্রামে পৌছে দেয়া হয়।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner