পিরোজপুরঃ জেলার ইন্দুরকানী উপজেলায় ইউপি সদস্যের বাড়িতে ডাকাতির মামলায় বৃহস্পতিবার রাতে এক জনকে গ্রেফতার করা হয়েছে।
উপজেলার পত্তাশী ইউনিনের ৯ নং ওয়ার্ডের মেম্বার ও উপজেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা মোঃ ফয়সাল মোর্শেদ কিসলু গাজীর বাড়িতে চার মাসে তিন বার চুরি ও ডাকাতি হয়।
ডাকাতি মামলার অভিযোগে একই এলাকার খলিল হাওলাদারের ছেলে মোঃ সুমন হাওলাদার (২৫) কে উপজেলার চন্ডিপর এলাকা থেকে গ্রেফতার করা হয়।
ইউপি সদস্য মোঃ ফয়সাল মোর্শেদ কিসলু জানান, গত বুধবার গভীর রাতে আমার বাড়ীতে ডাকাতি হয়। এ ছাড়াও আমার বাড়ীতে গত চার মাসে তিন বার চুরি ও ডাকাতি হয়।
ইন্দুরকানী থানার ওসি মোঃ হুমায়ুন কবির আজ দুপুরে জানান, অভিযোগের ভিত্তিতে সুমন হাওলাদার নামে এক জনকে গ্রেফতার করা হয়েছে। বাকীদের গ্রেফতারের চেষ্ঠা চলছে।