1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

কাপাসিয়ায় ৯৯৯ ফোন করে হামলার অভিযোগ, আটক ১৬ 

মোক্তার হোসেন, গাজীপুর প্রতিনিধি প্রকাশিত: সেপ্টেম্বর ২, ২০২১, ০৭:৪২ পিএম কাপাসিয়ায় ৯৯৯ ফোন করে হামলার অভিযোগ, আটক ১৬ 
ছবি: আগামী নিউজ

গাজীপুরঃ  কাপাসিয়ায় নৌ ভ্রমণকারীদের হামলার শিকার হয়েছেন পুলিশের সদস্যরা। ট্রিপল নাইনে ভুল তথ্য দিয়ে খবর পাঠিয়ে পুলিশের ওপর হামলা করেছেন বলে অভিযোগ করেছেন কাপাসিয়া থানা পুলিশ। বুধবার (১ সেপ্টেম্বর) রাত সোয়া ১০টার দিকে এ ঘটনা ঘটে। 

হামলার ঘটনায় পুলিশের ব্যবহৃত নৌযানের মাঝি রফিকুল ইসলামকে ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রাখা হয়েছে। আহত তিন পুলিশ সদস্য কাপাসিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। পুলিশের ইঞ্জিনচালিত ট্রলারটি নদীতে ডুবে গেছে। 

কাপাসিয়া থানার পরিদর্শক (তদন্ত) মনিরুজ্জামান খবরের সত্যতা নিশ্চিত করে জানান, গাজীপুরের কালীগঞ্জ থেকে কমপক্ষে ৪৫ জনের একদল লোক বুধবার ইঞ্জিনচালিত নৌকা নিয়ে নৌ ভ্রমণে বের হন। তারা পার্শ্ববর্তী গফরগাঁও এবং শ্রীপুর উপজেলার বরমী এলাকার নৌপথ ঘুরে রাত আনুমাণিক ১০টার দিকে ফিরছিলেন। তাদের সাথে দুইজন নারী নৃত্যশিল্পী ছিলেন। নৌযানে ডিজে পার্টি
দিয়ে ফেরার সময় চুক্তি অনুযায়ী পারিশ্রমিক না দেওয়ায় নৃত্যশিল্পীদের সাথে বাগবিতন্ডা হয়। একপর্যায়ে নৃত্যশিল্পীরা ট্রিপল নাইনে ফোন দিয়ে শ্লীলতাহানি থেকে রক্ষা পেতে পুলিশে খবর পাঠায়। 

 কাপাসিয়া থানা পুলিশ একটি নৌযান ভাড়া নিয়ে কাপাসিয়ার সাফাইশ্রী এলাকায় নৌভ্রমণকারীদের নৌযানের কাছে পৌঁছে। এসময় ভ্রমণকারীদের নৌযান থেকে পুলিশকে লক্ষ্য করে পানীয়ের খালি বোতল নিক্ষেপ শুরু করে। এক পর্যায়ে ভ্রমণকারীরা তাদের নৌযান দিয়ে পুলিশের ব্যবহৃত নৌযানটিকে ধাক্কা দেয়। এতে পুলিশের ব্যবহৃত নৌযানটি নদীতে ডুবে যায়। ভ্রমণকারীরা পুলিশের নৌযানের মাঝি রফিকুল ইসলাম (৪৫) কে বেধড়ক পিটিয়ে আহত করে। পুলিশের সদস্যরা আশপাশের নৌমাঝিদের সহায়তায় আগ্নেয়াস্ত্রসহ কোনোরকমে তীরে উঠে প্রাণে বেঁচে যান। এসময় পুলিশের উপ পরিদর্শক (এসআই) সাজ্জাদ হোসেনসহ তিন কনস্টেবল আহত হন।

পরে থানায় খবর পাঠিয়ে বাড়তি জনবল দিয়ে ওই দুই নারীসহ ১৬ ভ্রমণকারীকে গ্রেপ্তার করা হয়। তাদের অন্যান্য সহযোগীরা সাঁতরিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। ভ্রমণকারীদের নৌযান, বাদ্যযন্ত্র জব্দ করা হয়েছে। ভ্রমণকারীদের হামলায় পুলিশের ব্যবহৃত নৌযানের আহত মাঝি রফিকুল ইসলামকে ঢাকার পঙ্গু হাসপাতাল ও পুলিশ সদস্যদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। 

কাপাসিয়া থানার পুলিশ পরিদর্শক জানান, এ ঘটনায় ৩৯ জনের নামোল্লেখসহ কমপক্ষে ৪৫জনকে অভিযুক্ত করা হয়েছে। পুলিশের ওপর হামলার ঘটায় পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে। ওই দুই নারীসহ গ্রেপ্তারকৃত ১৬ জনকে বৃহষ্পতিবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। অন্যান্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।
 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner