টাঙ্গাইলঃ জেলায় যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যহত রয়েছে। গত ২৪ ঘন্টায় যমুনা নদীর পানি ১০ সেন্টিমিটার বেড়ে বিপদসীমার ৫১ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়াও ধলেশ্বরী নদীর পানি ১২ সেন্টিমিটার বেড়ে বিপদসীমার ৫৭ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে করে প্রতিদিনই নতুন নতুন এলাকা বন্যা কবলিত হয়ে পড়ছে।
বিশেষ করে নদী তীরবর্তী টাঙ্গাঈল সদর, কালিহাতি, নাগরপুর, ভূঞাপুর ও বাসাইল উপজেলার নিম্নাচল প্লাবিত হয়েছে। এসব এলাকায় ফসলী জমি ও সবজি ক্ষেত পানিতে তলিয়ে গেছে।
সরকারীভাবে ভাঙ্গনকবলিত কিছু কিছু এলাকায় নগদ অর্থ ও ত্রান সামগ্রী দেয়া হচ্ছে। কালিহাতির দুর্গাপুর ইউনিয়নের বৈরববাড়ি গ্রামে ৫০ টি পরিবার ও গোয়ালিয়া বাড়ি ইউনিয়নের আফজালপুর গ্রামের ৫১টি পরিবারকে খাদ্য সামগ্রী ও প্রত্যেক পরিবারকে ৫ হাজার টাকা করে মোট ৫ লাখ ৫ হাজার টাকা নগদ অর্থ প্রদান করা হয়।
ভাঙ্গন কবলিত এলাকায় পানি উন্নয়ন বোর্ড জিও ব্যাগ ফেলে ভাঙ্গনরোধে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড।