1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

বরগুনায় ঝাঁকে ঝাঁকে ইলিশ,মাইকিং করে ৬৫০ টাকায় বিক্রি

জাহিদুল ইসলাম মেহেদী,বরগুনা জেলা প্রতিনিধি: প্রকাশিত: আগস্ট ৩০, ২০২১, ১১:৫৩ পিএম বরগুনায় ঝাঁকে ঝাঁকে ইলিশ,মাইকিং করে ৬৫০ টাকায় বিক্রি
ছবিঃ আগামী নিউজ

বরগুনাঃ সদর মাছ বাজারে মাইকিং করে ইলিশ বিক্রি করা হচ্ছে। প্রতি কেজি ইলিশ ৬৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। চলতি সপ্তাহের প্রথম দিক তুলনায় দামে কম থাকায় কিনছেনও অনেকে।

সোমবার (৩০ আগস্ট) রাত ১০ টার দিকে বরগুনা পৌর শহর মাছ বাজার সামনে রাস্তার পাশে মাইকিং করে ইলিশ বিক্রি করতে দেখা যায়। আশেপাশের ব্যবসায়ী ও নিম্ন আয়ের লোকজন সেই মাছ ক্রয়ের জন্য ভিড় লক্ষ করা যায়।

অনেকেই দাম কম থাকার কারণে সাধ্য অনুযায়ী মাছ কিনছে। কুয়াকাটা থেকে আসা মাছ বলে না কিনে চলে যেতে দেখা যায় অনেককে। এত কম দাম হওয়ায় নিশ্চয় কোনো সমস্যা রয়েছে, এমনটিও দাবি করেছেন দু-একজন ক্রেতা।  

ইলিশ কোথা থেকে আসা বিস্তারিত জানতে চাইলে বিক্রেতা মো: শাহ আলম বলে, ভাই কুয়াকাটা মহিপুর থেকে এই মাছ এনেছি। মাছ বেশি থাকার কারণে দাম আগের তুলনায় অনেক কম।

মোশারফ ফরাজী নামে ইলিশ ক্রেতা বলেন, বাজারে এক কেজি ছোট ইলিশ কিনতে গেলেও কমপক্ষে ৪০০-৫০০ টাকা লাগে। সেখানে ৬৫০ টাকায় ৫০০ গ্রাম ওজনের ইলিশ পাচ্ছি। এটাই তো ভালো। দীর্ঘদিন কোল্ডস্টোরে থাকায় ইলিশগুলো প্রচুর ঠাণ্ডা ও অনেক শক্ত।

অসহায় ও দরিদ্র নিয়ে কাজ করা দুর্বার সংগঠনের সাধারণ সম্পাদক খান নাঈম বলেন, বর্তমান বাজার দর অনুযায়ী ৬৫০ টাকা কেজি দরে ইলিশ মাছ বিক্রির প্রশ্নই ওঠে না। কেন এত কমদামে এই ইলিশ বিক্রি করছে এ বিষয়টি ক্ষতিয়ে দেখতে হবে। কোনো বিশেষ ব্যক্তি বা গ্রুপ কোনো অসৎ উদ্দেশ্যেও কম দামে খাবার অযোগ্য ইলিশ বাজারে পাঠাতে পারে। এ বিষয়ে প্রশাসন ও যথাযথ কর্তৃপক্ষকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, চলতি সপ্তাহের মাছের দাম গত সপ্তাহের তুলনায় কিছুটা কম থাকলেও ইলিশের দাম একই রকম বাজার লক্ষ করা যায় কম দামে মাছ সাধারণ মানুষ খুশিতে মাছ কিনতে পেরেছি। সাগরে পর্যাপ্ত পরিমাণ মাছ ধরা পড়ার কারনেই দাম কমেছে বলে জানান তিনি।

 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner