1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

নোয়াখালীতে সরকারি ভ্যাকসিন কালো বাজারে বিক্রি: আটক ১

মুজাহিদুল ইসলাম সোহেল, নোয়াখালী জেলা প্রতিনিধি প্রকাশিত: আগস্ট ৩০, ২০২১, ০৩:৩০ পিএম নোয়াখালীতে সরকারি ভ্যাকসিন কালো বাজারে বিক্রি: আটক ১
ছবি : আগামী নিউজ

নোয়াখালীঃ জেলার সুবর্ণচরে বিনামূল্যে সরকার কর্তৃক প্রদত্ত গরুর খুরা রোগ প্রতিরোধ ভ্যাকসিন বিক্রয় করার সময় এক ব্যক্তিকে আটক করেছে চরজব্বর থানা পুলিশ। এসময় ৫৮ ভায়াল ভ্যাকসিন জব্দ করা হয়েছে। যার মূল্য ১ লক্ষ ৫৬ হাজার ৪০০ টাকা।

সোমবার সকাল ১১টার দিকে চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জিয়াউল হক এ তথ্য জানান।

আটককৃত মো.তারেকুর রহমান(২৭) ভোলা সদরের রাপতা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মো.মোস্তাফিজুর রহমানের ছেলে। সে ভোলা জেলার সদর উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের ভলেন্টিয়ার ভ্যাকসিনেটর হিসেবে কর্মরত রয়েছেন।

পুলিশের ভাষ্যমতে, আটককৃত ব্যক্তি রোববার বিকেলে সুবর্ণচর উপজেলার আটকপালিয়া বাজারে  সরকার কর্তৃক বিনামূল্যে বিতরণের জন্য গরুর ভ্যাকসিন অসাধু উপায়ে বিক্রি করার সময় বেসরকারি ঔষধ উৎপাদনকারী প্রতিষ্ঠান ওয়ান ফার্মার নোয়াখালীর সুবর্ণচর উপজেলা বিক্রয় প্রতিনিধি হাতেনাতে আটক করে স্থানীয়দের সহযোগিতায় পুলিশে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে আসে ।

সুবর্ণচর উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডা. তাসলিমা আক্তার জানান, পুলিশের মাধ্যমে জানতে পারি ভ্যাকসিন গুলো উপজেলা প্রানী সম্পদ অফিসের জিম্মায় রাখা হয়েছে।

সরবরাহকারী প্রতিষ্ঠান ওয়ান ফার্মা লি. নোয়াখালীর ব্যবস্থাপক সাইফুল ইসলাম জানান, সরকারের সাথে চুক্তিবদ্ধ হয়ে সিরাজগঞ্জ, মানিকগঞ্জ, পাবনা জেলায় ভ্যাকসিনগুলো বিনামূল্য দেয়ায় জন্য  সরবরাহ করে থাকি। অন্য জেলায় বিনামূল্যে সরবরাহ করার অনুমতি নেই। 

পিপিআর রোগ নিমূল ও ক্ষুরারোগ নিয়ন্ত্রণ প্রকল্প এর প্রোজেক্ট ব্যবস্থাপক ডা. মোহাম্মদ ফজলে রাব্বি মণ্ডল বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি, এ সংক্রান্ত একটি তদন্ত কমিটি করা হবে।  সাত কার্য দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে বলা হবে তারপর বিভাগীয় পদক্ষেপ নেব।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) জিয়াউল হক জানান, এ ব্যাপারে একটি মামলা দায়ের হয়েছে , আসামীকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner