1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

ডোমারে কঞ্চি বাঁশ চাষ প্রশিক্ষনের উদ্বোধন

ডোমার(নীলফামারী) প্রতিনিধিঃ প্রকাশিত: আগস্ট ২৯, ২০২১, ০৬:৫৩ পিএম ডোমারে কঞ্চি বাঁশ চাষ প্রশিক্ষনের উদ্বোধন
ছবিঃ আগামী নিউজ

নীলফামারীঃ জেলার ডোমারে আধুনিক পদ্ধতিতে কঞ্চি বাঁশ চাষের দুইদিন ব্যাপি প্রশিক্ষনের শুভ উদ্বোধন করা হয়েছে। রবিবার বিকালে রংপুর বিভাগীয় কমিশনার মোঃ আব্দুল ওয়াহাব ভুঞা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই প্রশিক্ষনের উদ্বোধন করেন।

ডোমার আঞ্চলিক বাঁশ গবেষনা ও প্রশিক্ষন কেন্দ্রে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আঞ্চলিক বাঁশ গবেষনা ও প্রশিক্ষন কেন্দ্রের বিভাগীয় কর্মকর্তা আনিছুর রহমান। রংপুর বিভাগীয় কমিশনার আব্দুল ওয়াহাব মিঞা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষনার্থী ৩০ জন কৃষকের মাঝে বাঁশের কঞ্চি কলম চারা বিতরণ করেন।  নীলফামারী জেলা প্রশাসক মোঃ হাফিজুর রহমান চৌধুরী , ডোমার উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তোফায়েল আহমেদ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা শবনম এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এর আগে দুপুরে বিভাগীয় কমিশনার ডোমার পৌরষভা পরিদর্শন শেষে ডোমার উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে ডোমার উপজেলার সকল ইউনিয়ন পরিষদে কর্মরত দফাদার ও মহল্লাদারদের মাঝে বাই সাইকেল ও আণুষাঙ্গিক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৮৭ জনের মাঝে বাই সাইকেল ও ইউনিফর্ম বিতরন করেন।

উপজেলা নির্বাহী অফিসার শাহিনা শবনমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় কমিশনার আব্দুল ওয়াহাব মিঞা। জেলা প্রশাসক মোঃ হাফিজুর রহমান চৌধুরী, উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner