1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

বাঘায় বিকাশ হ্যাকার, মাদক ব্যবসায়ী ও সাজাপ্রাপ্ত আসামীসহ গ্রেপ্তার ৬

বাঘা (রাজশাহী) প্রতি‌নি‌ধি প্রকাশিত: আগস্ট ২৯, ২০২১, ০৬:২৪ পিএম বাঘায় বিকাশ হ্যাকার, মাদক ব্যবসায়ী ও সাজাপ্রাপ্ত আসামীসহ গ্রেপ্তার ৬
ছবিঃ আগামী নিউজ

রাজশাহীঃ জেলার বাঘায় এক দূর্ধর্ষ বিকাশ হ্যাকার ডাকাত আরব আলী (২২)  মাদকসহ পাঁচজন এবং হত্যা মামলার এক সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২৯ আগষ্ট) পুলিশ বিশেষ অভিযান চালিয়ে নিজ নিজ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন উপজেলার নারায়নপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে মেহেদী হাসান (১৮), বাজিত ঢাকাচন্দ্রগাথী গ্রামের মৃত আবদুল মজিদের ছেলে পাগলা বাবুল  (৪৭), কালিদাসখালী গ্রামের সোনা উদ্দিনের ছেলে নুরুজ্জামান (৩০), হাবাসপুর গ্রামের জামাত আলীর ছেলে আরব আলী (২২), লক্ষীনগর গ্রামের মৃত বারেক মোল্লার ছেলে বুলু মোল্লা (৪২), কালিদাসখালী গ্রামের শাজাহান মোল্লার ছেলে আরব আলী (২৫)।

তাদের মধ্যে আরব আলী একজন দূর্ধর্ষ মোবাইল হ্যাকার  ডাকাত। সে দীর্ঘদিন থেকে দেশ-বিদেশে বিভিন্ন ব্যক্তির মোবাইল ফোন নম্বরের মাধ্যমে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে ইমো অ্যাকাউন্টের মাধ্যমে প্রতারণার করে অর্থ ডাকাতি করে নিচ্ছিল।

এদিকে মেহেদী, বাবুল, নুরজামান, আরব মাদকের ওয়ান্টেভূক্ত ও বুলু মোল্লা হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামী। পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে তাঁদের পৃথকভাবে ৭২০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করে।

বাঘা থানার অফিসার (ওসি) সাজ্জাদ হোসেন বলেন, গ্রেপ্তারকৃতদের রোববার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner