নাটোরঃ জেলার গুরুদাসপুর উপজেলায় বিলের পানি থেকে মাঝির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া ওই মাঝি ৩৬ ঘন্টা আগে সিংড়া উপজেলার চলনবিল থেকে নিখোঁজ হয়। শনিবার (২৮ আগষ্ট) সকালে মরদেহ উদ্ধার করে পুলিশ।
আরজু (৩০) নামের ওই মাঝি সিংড়া উপজেলার চামারী ইউনিয়নের আনন্দনগর গ্রামের কদম আলীর ছেলে।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক জানান, শনিবার সকালে উপজেলার বিলশা এলাকায় বিলের পানিতে মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ওই মরদেহ উদ্ধার করে।
চামারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রশিদুল ইসলাম মৃধা ও সিংড়া থানার ওসি নূর এ আলম সিদ্দিকী বলেন, বৃহস্পতিবার বিকেলে সিংড়ার বিলদহর ঘাট থেকে যাত্রী সহ নৌকা নিয়ে বের হয় আরজু। রাত সাড়ে ৮টার দিকে আরজুর সাথে মোবাইলে স্ত্রীর কথা হলে জানান, তিনি গুরুদাসপুরের বিলশায় আছেন । রাত ৯টা থেকে ফোন বন্ধ পাওয়ার পর রাতে বাড়ি না ফেরায় স্বজনরা খোঁজ খবর নিতে থাকে। শুক্রবার দুপুর ২ টার দিকে গুরুদাসপুর উপজেলার হরদমা নামক স্থান থেকে নৌকার সন্ধান পাওয়া যায়।
নিহতের ভাই রাজু জানান, নৌকায় রক্তের দাগ দেখা গেছে। তাকে কেউ হত্যা করে নদীতে ফেলে দিতে পারে এমন ধারণা প্রকাশ করেন তিনি।
এব্যাপারে গুরুদাসপুর থানার ওসি আব্দুর রাজ্জাক বলেন, তদন্তের পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।