1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

৩ বছর পর রাঙামাটি ছাত্রদলের কমিটি অনুমোদন

নিউটন চাকমা, রাঙামাটি জেলা প্রতিনিধি প্রকাশিত: আগস্ট ২৮, ২০২১, ১১:৪৭ এএম ৩ বছর পর রাঙামাটি ছাত্রদলের কমিটি অনুমোদন
ফাইল ফটো
রাঙামাটিঃ ছাত্রদলের জেলা কমিটিকে অবশেষে ১৭৩ সদস্য বিশিষ্ট ছাত্রদলের কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দিয়েছেন। ৩ বছর পর এ জেলা কমিটিকে অনুমোদন দেয়া হয়।

ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক মোঃ ইকবাল হোসেন শ্যামল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে বলে রাঙামাটি জেলা ছাত্রদলের সভাপতি ফারুক আহমেদ সাব্বির জানিয়েছেন।

বিগত ২০১৮ সালে ৫ জুন গঠন করা হয়েছিল রাঙামাটি জেলা জাতীয়তাবাদী ছাত্রদলের আংশিক কমিটি। এতে ফারুক আহমেদ সাব্বিরকে সভাপতি, আলি আকবর সুমনকে সাধারণ সম্পাদক ও বেলাল হোসেন সাক্কুকে সাংগঠনিকে সম্পাদক করে ৩৩ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়। দীর্ঘ ৩৯ মাস পর অনুমোদন দেয়া হলো রাঙামাটি জেলা জাতীয়তাবাদী ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি রূপে।

রাঙামাটি জেলা ছাত্রদলের সভাপতি ফারুক আহমেদ সাব্বির জানান, বিএনপি ১৫ বছর ধরে রাষ্ট্রীয় ক্ষমতার বাইরে রয়েছে,  এ সময়টা যারা ছাত্রদলে কাজ  করছে তারাই দলের প্রকৃত ত্যাগী নেতা, দলের স্বার্থকে প্রাধান্য দেয়া কিছুসংখ্যক কর্মীকে আছে, থাকবে। তারাই বুঝে দলের কার্যক্রম কিভাবে পরিচালনা করতে হয়। সেই সব কর্মীকে ছাত্রদল বেছে নিয়েছে।

রাঙামাটি জেলা ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি গঠনের কার্যক্রম চলমান রাখতে যাচাই বাছাইয়ের মাধ্যমে কমিটিতে আনা হয়েছে, যার কারণে কিছুটা সময় বিলম্বিত হয়েছে। আগে কিন্তু ৩৩ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ছিল। এখন পূর্ণাঙ্গ কমিটি ১৭৩ সদস্য বিশিষ্ট সদস্যদেরকে নিয়ে নতুন উদ্যমে সামনের দিকে এগিয়ে যাব' এ প্রত্যাশা করছি। আগামীতে এ কমিটি জোরালো ভূমিকা রাখবে বলে সকলের প্রতি আহ্বান জানান।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner