1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

রাজবাড়ী হেল্পলাইনের আরেকটি সফলতা !

অনিক সিকদার প্রকাশিত: আগস্ট ২৬, ২০২১, ০৯:৫৪ পিএম রাজবাড়ী হেল্পলাইনের আরেকটি সফলতা !
ছবিঃ আগামী নিউজ

রাজবাড়ীঃ বৃহস্পতিবার ​​​​​​(১৮ আগস্ট) সন্ধ্যায় দৌলতদিয়া ফেরি ঘাটে ২নং ঘাটে গোসল করতে নেমে নিখোঁজ হয় ঘাট শ্রমিক ‘সুলতান’। স্থানীয় ফায়ার সার্ভিস ও ডুবুরির একটি দল অভিযান চালালেও এখন পর্যন্ত তার কোন সন্ধান পাওয়া যায়নি।

কিছুদিন পরেই সাংবাদিক দেবাশীষ বিশ্বাস পরিবারটির অসহায়ত্ব নিয়ে একটি পোস্ট করেন রাজবাড়ী জেলার সবচেয়ে বড় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ভিত্তিক সংগঠন রাজবাড়ী হেল্পলাইন ফাউন্ডেশন গ্রুপটিতে। পোষ্টটিতে ব্যাপক সাড়া ফেলে জেলার মানুষের মাঝে।

সেই পোষ্টটির পরেই বিষয়টি নজরে আনে রাজবাড়ী হেল্পলাইন ফাউন্ডেশন। এরপরেই পদ্মায় ভেসে নিখোঁজ হওয়া ঘাট শ্রমিক সুলতান সিকদারের (৩২) বৃদ্ধা মা ও অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ভিত্তিক সংগঠন রাজবাড়ী হেল্পলাইন ফাউন্ডেশন। গুড়িগুড়ি বৃষ্টিকে উপেক্ষা করে হেল্পলাইনের সদস্য ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা সুলতানের কুড়ে ঘরে উপস্থিত হন।

বৃহস্পতিবার (২৬ আগস্ট) দুপুর একটায় সংগঠনের পক্ষ থেকে সুলতানের মায়ের হাতে নগদ ১০ হাজার টাকা তুলে দেন সংগঠনের অ্যাডমিন প্যানেলের সদস্যরা।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি জয়ন্ত কুমার দাস,  প্রচার ও গণযোগাযোগ সম্পাদক মোহাম্মাদ সোহেল মিয়া, ধর্ম ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মিজানুর রহমান, দুর্যোগ ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ সোলায়মান হোসেন (হিমেল), মোঃ সালমান বেগ, সাংবাদিক দেবাশীষ বিশ্বাস, হেলাল মাহমুদ, মইনুল হক মৃধা, সরোয়ার মিরাজ প্রমূখ।

রাজবাড়ী হেল্পলাইন ফাউন্ডেশনের সভাপতি জয়ন্ত কুমার দাস বলেন, আমাদের গ্রুপে সাংবাদিক দেবাশীষ বিশ্বাস পরিবারটির অসহায়ত্ব নিয়ে একটি পোস্ট করলে সেটি হেল্পলাইন ফাউন্ডেশনের নজরে আসলে আমরা অ্যাডমিন প্যানেল থেকে তার পরিবারের খোঁজ-খবর নেয় এবং তার মায়ের হাতে নগদ ১০ হাজার টাকা তুলে দেয়। রাজবাড়ীর অসহায় মানুষের পাশে হেল্পলাইন সব সময় থাকবে।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner