1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

সেনাবাহিনীর মাধ্যমে লক্ষ্মীপুুরে মেঘনার তীর রক্ষার দাবীতে মানববন্ধন

মো: রবিউল ইসলাম খান, লক্ষ্মীপুর প্রতিনিধি প্রকাশিত: আগস্ট ২৬, ২০২১, ০৯:০৭ পিএম সেনাবাহিনীর মাধ্যমে লক্ষ্মীপুুরে মেঘনার তীর রক্ষার দাবীতে মানববন্ধন
ছবি: আগামী নিউজ

লক্ষ্মীপুরঃ জেলার রামগতি ও কমলনগর উপজেলায় মেঘনা নদীর ভয়াবহ ভাঙন থেকে রক্ষায় সেনাবাহিনীর মাধ্যমে ৩১ কিলোমিটার বাঁধ নির্মাণের দাবীতে মানববন্ধন করেছে স্থানীয়রা। ২৬ আগষ্ট (বৃহস্পতিবার) দুপুরে নদী শাসন সংগ্রাম পরিষদের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

হাজিরহাট সরকারি উপকূল কলেজ সাবেক অধ্যক্ষ ও কমলনগর নদী শাসন সংগ্রাম পরিষদের আহবায়ক আব্দুল মোতালেবর নেতৃত্বে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। অপর দিকে বিকেলে লক্ষ্মীপুর জেলা প্রশাসক কার্যালয়ের একই দাবীতে পৃথক কর্মসূচি পালিত হয়েছে। 

মানববন্ধনে বক্তব্য রাখেন নদী শাসন সংগ্রাম পরিষদের সদস্য সচিব ও কমলনগর প্রেসক্লাবের সভাপতি এম এ মজিদ, স্থানীয় চর লরেঞ্চ ইউপির চেয়ারম্যান আহসান উল্যাহ্ধসঢ়; হিরন, স্থানীয় নদী শাসন সংগ্রাম পরিষদের নেতা ইব্রাহিম খলিল ও এম ফারুক সর্দার প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, গত এক যুগ ধরে মেঘনা নদীতে অসংখ্য স্কুল-কলেজ, মাদ্রাসা, মসজিদসহ অনেক হাটবাজার ও ব্যবসা প্রতিষ্ঠান নদীতে বিলীন হয়ে গেছে। ভাঙনকবলিত মানুষ মানবেতর জীবনযাপন করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেড়িবাঁধের কাজের জন্য তিন হাজার ৯০ কোটি টাকা বরাদ্দ দিয়েছেন। ৩১ কিলোমিটারের টেকসই বাঁধ নির্মাণ যাতে সুষ্ঠুভাবে হয় সেজন্য সেনাবাহিনীর দায়িত্ব চায় স্থানীয় বাসিন্দারা। তাই ঠিকাদারকে দিয়ে নয়,সেনাবাহিনীর মাধ্যমে বেড়িবাঁধ নির্মাণের দাবী জানান তারা।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner