1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

বগুড়ায় ৩৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২

নাহিদ আল মালেক,বগুড়া জেলা প্রতিনিধি প্রকাশিত: আগস্ট ২৬, ২০২১, ০৮:১৭ পিএম বগুড়ায় ৩৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২
ছবি: আগামী নিউজ

বগুড়াঃ জেলার শাজাহানপুরে ৩৯ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১২। বৃহস্পতিবার (২৬ আগষ্ট) ভোরে শাজাহানপুর উপজেলার বীরগ্রাম বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃতরা হলেন- কুড়িগ্রামের রাজারহাট উপজেলার নুসরত নাখেন্দা এলাকার আফজাল হোসেনের ছেলে আব্দুল মোতালেব ওরফে সাদ্দাম(২৩) এবং পিকআপ চালক ও নীলের কুঠি এলাকার হোসেনের ছেলে হযরত আলী(৪০)। 

র‍্যাব-১২ বগুড়ার কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার সোহরাব হোসেন জানান, র‍্যাব গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে লালমনিরহাট-নাটোর অভিমুখে পিকআপের মাধ্যমে একটি বড় মাদকের চালান নাটোরে যাচ্ছে। এই সংবাদের ভিত্তিতে র‍্যাবের একটি দল বগুড়ার শাজাহানপুর থানাধীন বীরগ্রাম বাজার এলাকায় একটি বিশেষ মাদক বিরোধী চেকপোষ্ট স্থাপন করে। সেখানে ৩৯ কেজি গাঁজা, ০১ টি পিকআপ (রংপুর-ন-১১-১৫৮৫), ০২টি মোবাইল, ০৩ টি সীমকার্ড, নগদ টাকা এবং পিকআপে থাকা ৩৩ বস্তা আলুসহ তাদের গ্রেফতার করা হয়। 

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য গাঁজা এর বড় বড় চালান দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য বগুড়া শাজাহানপুর থানায় সোপর্দ করা হয়েছে।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner