1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

পুলিশের এক ঘন্টার অভিযানেই ছিনতাইকারীসহ অটোরিকশা উদ্ধার

মোঃ আজহার উদ্দিন, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি প্রকাশিত: আগস্ট ২৬, ২০২১, ০৪:১০ পিএম পুলিশের এক ঘন্টার অভিযানেই ছিনতাইকারীসহ অটোরিকশা উদ্ধার
ছবি : আগামী নিউজ

ব্রাহ্মণবাড়িয়াঃ জেলার সদর মডেল থানার পুলিশের এক ঘন্টা সাড়াশি অভিযানে এক ছিনতাইকারীসহ অটোরিকশা উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ আগস্ট) দুপুরে সাজু মিয়া নামের এক ছিনতাইকারীকে জেলা কারাগারে প্রেরণের বিষয়টি নিশ্চিত করেন সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম।

এর আগে সোমবার রাত সাড়ে ১১টার দিকে চিনাইর এলাকায় অভিযান চালিয়ে অটোরিকশাসহ এই ছিনতাইকারীকে গ্রেফতার করে পুলিশ।

গতকাল বিকেলে সাজু অটোরিকশাটি ছিনতাইয়ের বিষয়ে ব্রাহ্মণবাড়িয়ার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। সাজু মিয়া সিলেট জেলার লাউয়াই এলাকার মৃত খাইরুল মিয়ার ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, সাজু রাত সাড়ে ১০টার দিকে জেলা শহরের উত্তর পৈরতলা এলাকার বাসিন্দা পারভেজ মিয়া ভাড়ায়চালিত অটোরিকশটা কাউতলী মোড় হতে রামরাইল ইউনিয়নের উলচাপাড়া বাজারে আসার জন্য ভাড়া নেন এবং সাজু অটোরিকশায় নিয়ে উলচাপাড়া এলাকার নয়াবাড়ি এলাকায় পৌঁছায়।

পারভেজকে আরও একটু সামনে এগিয়ে দেওয়ার কথা বলে সাজু। সামনে যেতেই সাজু অটোরিকশা চালক পারভেজকে রট দিয়ে মাথায় ও পিটে আঘাত করে অটোরিকশাটি ছিনতাই করে নিয়ে যায়। এরপর পারভেজ স্থানীয় লোকজনের সহায়তায় বিষয়টি সম্পর্কে দ্রুত নিকটবর্তী সদর মডেল থানায় অভিযোগ দেন।

এ ব্যাপারে সদর মডেল থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম জানান, অটোরিকশাচালক পারভেজের অভিযোগে পরিপ্রেক্ষিতে পুলিশ দ্রুত আসামিদের আটক এবং অটোরিকশা উদ্ধারে অভিযানে নামে। ঘণ্টাখানেকের মধ্যে অটোরিকশাসহ আসামি সাজুকে একই থানা চিনাইর এলাকা থেকে গ্রেফতার করা হয়। এরপর বুধবার দুপুরে আদালতের মাধ্যমে সাজুকে কারাগারে পাঠানো হয়েছে। এছাড়া ছিনতাই হওয়া অটোরিকশাটি পারভেজের কাছে ফেরত দেয়া হয়েছে।

তিনি আরও বলেন, সাজু ছোট থেকেই বখাটেদের আদলে বড় হয়েছে। সাজু দীর্ঘদিন ঢাকায় কমলাপুর রেলস্টেশনে এলাকায় ছিল। বিভিন্ন রেলস্টেশনের প্লাটফর্মে প্লাটফর্মে তার বেড়ে ওঠা। সাজু গত চার মাস আগে ব্রাহ্মণবাড়িয়া আসে। সে এখানে এসে বিভিন্ন অপরাধের জড়িয়ে পড়ে। ছিনতাইকারীদের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে।

উল্লেখ্য, গত শুক্রবার ভোররাতে ব্রাহ্মণবাড়িয়ার সদরে শাহীন মিয়া (২৫) নামে এক অটোরিকশা চালককে হত্যা করে তার ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাই করা হয়েছিল। এ ঘটনাটি উপজেলার রামরাইল ইউনিয়নের উলচাপাড়ায় এই ঘটনা ঘটে। নিহত অটোরিকশা চালক শাহীন মিয়া জেলা শহরের মেড্ডা মৌভাগ এলাকার জাকির হোসেনের ছেলে। তারপর থেকে সদর মডেল থানার পুলিশের অভিযান তৎপরতা জোরদার করা হয়। জেলা শহর থেকে ছিনতাই হওয়া অটোরিকশাটি এক ঘণ্টায় উদ্ধার করে পুলিশ।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner