ঠাকুরগাঁওঃ “আমিই পারি শিশুর শারিরিক সহিংসতা প্রতিরোধ করতে” এ প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে সহিংসতা প্রতিরোধ ও সহিংসতা মুক্ত শিক্ষা প্রতিষ্ঠান গঠনে করনীয় বিষয়ক সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
জেলা শিক্ষা অফিস ও ওয়ার্ল্ড ভিশন ঠাকুরগাঁও এপির আয়োজনে আজ (২৫ আগষ্ট) বুধবার ওয়ার্ল্ড ভিশন ঠাকুরগাঁও এপি কার্যালয়ে এ সংলাপ অনুষ্ঠিত হয়।
সংলাপ অনুষ্ঠানে সংস্থার এপি ম্যানেজার লিওবার্ট চিসিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা শিক্ষা অফিসার খন্দকার আলাউদ্দিন আল আজাদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সভাপতি মনসুর আলী, সহকারী জেলা শিক্ষা অফিসার মজিবুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোশাররফ হোসেন, ওয়ার্ল্ড ভিশনের ফিল্ড কো অর্ডিনেটর এডভোকেসি তানজিমুল ইসলাম, জেলা শিক্ষা অফিসের গবেষণা কর্মকর্তা মনোয়ার হোসেন, সংস্থার প্রোগ্রাম অফিসার পারুল বেগম প্রমুখ। সংলাপে সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ অংশ নেন।
এ সময় বক্তাগণ ও বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকগন বিষয় ভিত্তিক আলোচনায় সহিংসতা প্রতিরোধ ও সহিংসতা মুক্ত শিক্ষা প্রতিষ্ঠান গঠনে তাদের যৌক্তিক সুপারিশমালা উপস্থাপন করেন।