1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

ফুটবল খেলার সময় বজ্রপাতে চার শিশুর মৃত্যু

ডেস্ক রিপোর্ট প্রকাশিত: আগস্ট ২৩, ২০২১, ০৫:৩৩ পিএম ফুটবল খেলার সময় বজ্রপাতে চার শিশুর মৃত্যু
ফাইল ছবি

দিনাজপুরঃ দিনাজপুরে বজ্রপাতে চার শিশুর মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছে আরো তিনজন। হতাহতরা বৃষ্টির মধ্যে ফুটবল খেলার সময় এ বজ্রপাত হয়। সোমবার বিকালে দিনাজপুর সদর উপজেলার শেখপুরা ৮ নম্বর রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে।

দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ড মাস্টার মাসুদ আলম গণমাধ্যমকে নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
 
মারা যাওয়া শিশুরা হলো ১০ বছরের মিম, ১২ বছরের হাসান, ১৩ বছরের সাজ্জাদ ও ১৬ বছরের আপন। আহত শিশুরা হলো ১৫ বছরের সাজু এবং ১৬ বছরের মমিনুল ও আতিক।

তাদের বাড়ি ৮ নম্বর নিউটাউন ও রেলঘুন্টি এলাকায়।

ঘটনাস্থলে থাকা থানার এসআই মো. আসাদ জানান, বিকাল ৪টার দিকে এ ঘটনা ঘটে। শহরে তখন বৃষ্টি হচ্ছিল। বৃষ্টির মধ্যেই এলাকার শিশুরা মাঠে ফুটবল খেলতে নামে।

বৃষ্টি বেড়ে গেলে মাঠের পাশে একটি ছাউনির নিচে আশ্রয় নেয় তারা। সেই ছাউনিতে বজ্রপাত হলে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। আহত শিশুদের সদরের এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়।

দিনাজপুর কোতয়ালী থানার ওসি মোজাফফর হোসেন বলেন, আহত দু’জনকে আইসিইউতে চিকিৎসাধীন আছেন।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner