খানসামায় কয়েলের আগুনে ১ জনের মৃত্যু
দিপংকর রায়, দিনাজপুর জেলা প্রতিনিধি প্রকাশিত: আগস্ট ২৩, ২০২১, ০১:৫০ পিএম
ফাইল ফটো
দিনাজপুরঃ জেলার খানসামায় দোকানে কয়েলের আগুনে দগ্ধ হয়ে ভগিরত বর্মন নামের ৭৫ বছর বয়সী এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
ঘটনাটি ঘটেছে উপজেলার ২ নং ভেরভেরি ইউনিয়নের শাখারি পাড়া দূর্গা মন্ডপ মোড়ে। নিহত ব্যক্তি তিন সন্তানের জনক ভগিরত বর্মন মৃত কাল্ঠু বর্মনের ছেলে।
স্থানীয় সুত্রে, ভগিরত বর্মন দীর্ঘ দিন যাবৎ শাখারি পাড়া দূর্গা মন্ডপের মোড়ে চা পান বিড়ি বিক্রির দোকান করে আসছেন। সে প্রতিদিন রাত পর্যন্ত বেচাকেনা করে দোকানেই রাত্রি যাপন করত। গতরাতে আনুমানিক ২.৩০ মিনিটের দিকে কয়েলের আগুন দোকানের ভেতরে কাপড়ে লাগলে দোকান ভষ্মিভূত হলে। দোকানের ভেতরে তালা লাগানো থাকায় ঘটনা স্থলেই সে মারা যায়।
এ ব্যাপারে ২ নং ইউ পি চেয়ারম্যান ও খানসামা থানা অফিসার ইনচার্জ শেখ কামাল সত্যতা নিশ্চিত করে আগামী নিউজকে বলেন, নিহত ব্যক্তি অত্যন্ত ভাল মানুষ ছিলেন। তার সাথে কারও শত্রুতা নেই। নিহতের সন্তানদের কোন আপত্তি না থাকায় লাশ সৎকারের জন্য হস্তান্তর করা হয়েছে।