লালমোহনে বখাটের ছোঁড়া পেট্রোল আগুনে পুড়লো মা মেয়ের শরীর
ভোলা প্রতিনিধি প্রকাশিত: আগস্ট ২২, ২০২১, ১১:৪১ এএম
ফাইল ফটো
ভোলাঃ জেলার লালমোহনে বখাটের ছোঁড়া পেট্রোল আগুনে পুড়ে গেছে মা মেয়ের শরীর।
শনিবার (২১আগষ্ট)রাতে লালমোহন উপজেলার চর উমেদ ইউনিয়নের গজারিয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে। পরে স্হানীয়দের সহায়তায় পরিবারের সদস্যেরা আহতদের কে লালমোহন উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হলেও উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করেন।
আহতরা হলেন গজারিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহিবুল্লার মেয়ে জান্নাতুল নাঈমা (২২)ও তার স্ত্রী নাজমা বেগম(৫০)।এ ঘটনায় জান্নাতুল নাঈমার শরীরে ৫০ভাগ পুড়ে গেছে। অন্যদিকে তার মা নাজমার দুই হাতের চার ভাগ পুড়ে গেছে।
এ ঘটনায় বর্ননা দিতে গিয়ে আহত নাঈমার ভাই আশরাফ হোসেন জানান, গতকাল শনিবার নাঈমাকে বিয়ের জন্য পাত্র পক্ষের লোকজন দেখতে আমাদের বাড়িতে আসেন। রাতে রান্নাঘরে রান্না করার সময় বখাটেরা পলিথিন ভরে পেট্রোল এনে আমার বোন জান্নাতের গায়ে নিক্ষেপ করে। তাতে জান্নাতের শরীরে ও চুলার উপর পড়ে আগুন ধরে গিয়ে জান্নাতের সমস্ত শরীর পরে যায়। তার চিৎকারে ঘরে থাকা আমার মা দৌড়ে এসে আগুন নিভানোর চেষ্টা করলে তার হাত পুড়ে যায়। মুহূর্তের মধ্যে তাদের কে লালমোহন উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করলে অবস্থার সংকট দেখে ডাক্তার ঢাকায় রেফার করেন।
এব্যাপারে লালমোহন উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স ডাক্তার মোঃফাহাদ নাসিম বলেন, আমরা রোগীদের প্রাথমিক চিকিৎসা দিয়েছি কিন্তু তাদের অবস্থা মারাত্মক তাই উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার জন্য বলেছি।
ঘটনার সত্যতা স্বীকার করে লালমোহন থানার ওসি মাকসুদুর রহমান বলেন, ৯৯৯কলের ভিত্তিতে আমরা ভুক্তভুগিদের সাথে কথা বলেছি। ঘটনার সত্যতা জানতে ঘটনাস্থল পরিদর্শন করেছি। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নিবো।