1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

গোবিন্দগঞ্জে বাস চাপায় প্রাণ গেল ৩ মোটর সাইকেল আরোহীর

মানিক সাহা, জেলা প্রতিনিধি, গাইবান্ধা :  প্রকাশিত: আগস্ট ২০, ২০২১, ১১:০০ পিএম গোবিন্দগঞ্জে বাস চাপায় প্রাণ গেল ৩ মোটর সাইকেল আরোহীর
ছবিঃ আগামী নিউজ

গাইবান্ধাঃ জেলার গোবিন্দগঞ্জে যাত্রীবাহি কোচের চাপায় তিন মোটর সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। শুক্রবার রাত ৯টার দিকে জেলার গোবিন্দগঞ্জ উপজেলার তালতলা এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনাটি ঘটে। 

পুলিশ ও স্থানীয়রা জানান, গোবিন্দগঞ্জ থেকে তিন ব্যক্তি মোটর সাইকেল যোগে রংপুর অভিমুখে যাওয়ার সময় তালতলা ননুদহ ব্রীজের নিকট পৌছিলে রংপুর থেকে ঢাকাগামী পায়েল পরিবহনের একটি কোচ তাদের চাপা দিলে মোটর সাইকেলটি দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। হাইওয়ে পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায় এবং ঘাতক কোচটি আটক করেছে। 

নিহতরা হলো জেলার গোবিন্দগঞ্জ উপজেলার তালুক কানুপুর ইউনিয়নের দেবোত্তর রামনাথপুর গ্রামের শুকুর আলীর ছেলে করিম মেকার (৫০), তালুক কানুপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যানে বড় ভাই আবু তালেবের ছেলে ভূট্টু মিয়া (৪০) ও কালুগাড়ী গ্রামের নূর মোহাম্মদের ছেলে মাহবুব (৪৮)। 

গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের দমকল কর্মী নূরে আলম সিদ্দিকী এ তথ্য নিশ্চত করে জানিয়েছেন। ঘটনার পর পরই ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহতের লাশ উদ্ধার করে হাইওয়ে পুলিশের হস্তান্তর করা হয়েছে।
 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner