রাঙামাটিঃ গোসল করতে গিয়ে কাপ্তাই লেকের পানিতে ডুবে নানিয়ারচরে এক শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৯ আগষ্ট) সকালে রাঙামাটির নানিয়ারচর উপজেলার ৩নং বুড়িঘাট ইউনিয়নের বুড়িঘাট ফরেষ্ট অফিস সংলগ্ন নিচ বাজার এলাকায় কাপ্তাই লেকে গোসল করতে নেমে মোছাম্মাৎ সুরমি (১০) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
নিহতের আত্মীয়(মামা) মোঃ সেলিম জানান, আমার জেষ্ঠোশ মোছাম্মাৎ সুমি ও ভাগনি শারমিন ঢাকা থেকে বেড়াতে আসেন। আজ সকালে চেঙ্গি নদীতে গোসল করতে নামলে পানিতে ডুব দেয়। পরে সাথিরা তাকে খুঁজে না পেলে আমাদের জানায়। অনেক খোঁজাখুঁজির পরে নিকটে এক ঝাক কচুরিপানার নিচে তাকে পাওয়া যায়।
এ বিষয়ে উপজেলা আওয়ামীলীগ সভাপতি মো.আব্দুল ওহাব হাওলাদার জানান, বর্তমানে ঘন বর্ষায় লেকের পানি বাড়ছে। বাচ্চাদের প্রতি পরিবারের কঠোর সচেতন হতে হবে। পাশাপাশি বিষয়টি নিয়ে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।