1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

নোয়াখালীতে ইয়াবা, বিয়ারসহ গ্রেফতার ৪

মুজাহিদুল ইসলাম সোহেল, নোয়াখালী জেলা প্রতিনিধি প্রকাশিত: আগস্ট ১৮, ২০২১, ০৫:৪৫ পিএম নোয়াখালীতে ইয়াবা, বিয়ারসহ গ্রেফতার ৪
ছবিঃ আগামী নিউজ

নোয়াখালীঃ পৃথক স্থানে অভিযান চালিয়ে ৩৩০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১৮টি বিদেশি ক্যান বিয়ার'সহ ৪জনকে গ্রেফতার করেছে বেগমগঞ্জ থানা পুলিশ।

বুধবার (১৮ আগস্ট) দুপুরে গ্রেফতারকৃতদের নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে ।
 
এর আগে  জেলার চাটখিল উপজেলার মনির হোসেন মনুর ঘর হইতে ১৮ ক্যান বিদেশী বিয়ার এবং (৫০) পিস ইয়াবা ট্যাবলেট'সহ ইব্রাহিম খলিল এবং একই উপজেলার ভাওর গ্রামের মনির হোসেন কচির বাড়ীর সামনে থেকে ৩০পিস ইয়াবা ট্যাবলেট'সহ হানিফ রিয়াদকে আটক করে চাটখিল পুলিশ।
 
গ্রেফতারকৃত মো.ইব্রাহিম খলিল (৩৪) সুবর্ণচর উপজেলার চর মহিউদ্দিন গ্রাম হাবিব উল্যাহ মিয়ার হাটের মো.আবদুল মালেকের ছেলে এবং মো.হানিফ রিয়াদ (২২) সোনাইমুড়ী উপজেলার জয়াগ গ্রামের জয়নাল আবেদীন বাড়ীর মো.আবুল কাশেমের ছেলে।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আবুল খায়ের জানান, আটককৃত তাদের বিরুদ্ধে মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
 
অপরদিকে,  গতকাল মঙ্গলবার  সন্ধ্যা ৬টার দিকে জেলা ডিবি পুলিশের একটি দল সদর উপজেলার সুধারাম থানাধীন সোনাপুর থেকে ২০০ পিস ইয়াবা সহ মো.শহিদ (৩৬) নামে একজনকে গ্রেফতার করে। সে  নোয়াখালী পৌরসভার ৮নম্বর ওয়ার্ডের মতিপুর গ্রামের মেহেদী মিয়ার বাড়ির মৃত আনোয়ারুল আজিমের ছেলে। একই দিন বেগমগঞ্জ থানাধীন জমিদারহাট এলাকা হইতে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট মো.আছানকে (৩২) গ্রেফতার করা হয়।
 
সে বেগমগঞ্জ উপজেলার লতিফুর হাজী ইন্তু মিয়া ড্রাইভারের বাড়ির মো.আব্দুল হাইয়ের ছেলে। আসামীদ্বয়ের  বিরুদ্ধে বেগমগঞ্জ ও সুধারাম মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে বিচারিক আদালতে সোপর্দ করা হয়েছে।
 
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ কামরুজ্জামান শিকদার ও সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহেদ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।
আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner