বরগুনায় বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী পালিত
বরগুনা প্রতিনিধি প্রকাশিত: আগস্ট ১৫, ২০২১, ০৫:৪৭ পিএম
ছবিঃ আগামী নিউজ
বরগুনাঃ জেলা সদর সহ জেলার ৬টি উপজেলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকী কর্মসূচির পালিত হয়। সকাল ৭টায় জেলা প্রশাসকসহ সরকারী-বে-সরকারী কার্যালয় জাতীয় পতাকা অর্ধনমিত করে এবং কালো পতাকা উত্তোলন করা হয়।
সকাল সাড়ে ৮টায় বঙ্গবন্ধু স্মৃতি কমপ্লেক্সয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন,জেলা প্রশাসক, সংসদ সদস্য, মুক্তিযোদ্ধা সংসদ, পুলিশ সুপার, সিভিল সার্জন, আওয়ামী লীগ, উপজেলা পরিষদ, চেম্বার অব কমার্স, পৌরসভা, বঙ্গবন্ধু পরিষদ, প্রেসক্লাব, মহিলা পরিষদ, জাতীয় মহিলা সংস্থা, প্রাণী সম্পদ বিভাগ, জেলা পরিষদ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগসহ শতাধিক প্রতিষ্ঠান।
শ্রদ্ধা জানানো শেষে ১৫ আগষ্ট শাহাদাত বরণকারীদের আত্মার শান্তি কামনা করে দোয়া করা হয়।
রোববার (১৫ আগস্ট) সকালে স্বাস্থ্যবিধি মেনে বঙ্গবন্ধু স্মৃতি কমপ্লেক্সে রক্ষিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন করেন রাষ্ট্রের পক্ষে জেলা প্রশাসক হাবিবুর রহমান, বরগুনা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, পুলিশ সুপার জাহাঙ্গীর মল্লিক এবং বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রধানগণ ও জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
এরপর রাসেল স্কোয়ারে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন করা হয় এবং কালেক্টরেট চত্বরে মুজিব অঙ্গনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন জেলা প্রশাসক হাবিবুর রহমান, অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু এমপি এবং পুলিশ সুপার জাহাঙ্গীর মল্লিক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জালাল উদ্দীন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) পিজুস চন্দ্র দে, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট শুভ্রা দাসসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।
জাতীয় শোক দিবস উপলক্ষে জেলা প্রশাসনের পক্ষ থেকে ফলজ ও বনজ গাছ রোপণ করে বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়। জেলা প্রশাসনের নানা আয়োজনে বরগুনায় দিবসটি পালিত হয়েছে।