
বরগুনাঃ যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরন করে সারাদেশের ন্যায় বরগুনার বেতাগীতেও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৬ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।
এ উপলক্ষ্যে বঙ্গবন্ধু স্কয়ারে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলের শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপনের পর আলোচনা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
রবিবার (১৫ আগস্ট) সকাল সাড়ে নয়টায় সামাজিক দূরত্ব নিশ্চিতপূর্বক স্বাস্থ্যবিধি মেনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, বেতাগী পৌরসভা, উপজেলা আওয়ামী লীগ, বেতাগী থানা, বেতাগী সরকারি কলেজ, সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ, উপজেলা যুবলীগ, উপজেলা ছাত্রলীগ, বঙ্গবন্ধু পরিষদ, সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠননের ফুলের শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন শেষে সকাল দশটায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার মো. সুহৃদ সালেহীনের সভাপতিত্বে আলোচনা সভার উদ্বোধন করেন, বেতাগী পৌরসভার মেয়র আলহাজ্ব এবিএম গোলাম কবির।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মাকসুদুর রহমান ফোরকান, বিশেষ অতিথি ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম পিন্টু, সহকারী কমিশনার (ভূমি) মোসা: ফারহানা ইয়াসমিন, বেতাগী থানার অফিসার ইনচার্জ কাজী সাখাওয়াত হোসেন তপু, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব হোসেন সিকদার, উপজেলা যুবলীগের সভাপতি জহিরুল ইসলাম লিটন ও ছাত্রলীগ সভাপতি বিএম আদনান খালিদ মিঠুনসহ অন্যান্যরা।
উপজেলা স্কাউট সম্পাদক লুৎফুর রহমান স্বপনের সঞ্চালনায় অনুষ্ঠানে দোয়া মোনাজাত পরিচালনা করেন, উপজেলা জামে মসজিদের পেশ ইমাম আবদুল হাই নেছারী।