লক্ষ্মীপুরঃ আজ (রোববার) ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস স্বাধীনতার মহান স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৬ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস লক্ষ্মীপুরে নানান আয়োজনের মধ্য দিয়ে পালিত হচ্ছে।
সকালে জেলা কালেক্টর ভবন প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন সাবেক বেসরকারী বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এবং লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব একে এম শাহজাহান কামাল, রায়পুর-২ আসনের সংসদ সদস্য এ্যাড: নুর উদ্দিন চৌধুরী নয়ন, জেলা প্রশাসক আনোয়ার হোছাইন আকন্দ, পুলিশ সুপার ড. এ এইচ. এম কামরুজ্জামান, জেলা পরিষদ চেয়ারম্যান মো: শাহজাহান, জেলা আওয়ামীলীগ সভাপতি গোলাম ফারুক পিংকু, জেলা মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন সরকারী-বেসরকারী দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
এর আগে বিভিন্ন সরকারী-বেসরকারী, শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন দপ্তরে জাতীয় পতাকা অর্ধনমিত ভাবে উত্তোলন করা হয়।
পরে জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এছাড়া আওয়ামীলীগ ও তাদের সহযোগী সংগঠনের উদ্যোগে আলোচনা সভা আয়োজন, শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে আলোচনা সভা মিলাদ ও দোয়ার মাহফিলের আয়োজন করা হয়।