1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

দুইদিন বন্ধ থাকার পর আবারো বরগুনায় গণটিকাদান কার্যক্রম শুরু 

জাহিদুল ইসলাম মেহেদী,বরগুনা প্রতিনিধি প্রকাশিত: আগস্ট ১৪, ২০২১, ০৮:০৩ পিএম দুইদিন বন্ধ থাকার পর আবারো  বরগুনায় গণটিকাদান কার্যক্রম শুরু 
ছবিঃ আগামী নিউজ

বরগুনা: বরগুনা সদর হাসপাতালে দুইদিন গণটিকাদান কার্যক্রম বন্ধ থাকার পরে শনিবার (১৪ আগস্ট) বেলা ১০ টার দিকে বরগুনা জেনারেল হাসপাতালে গণটিকাদান কার্যক্রম শুরু হয়েছে।

সদর হাসপাতাল ও আমতলী,বেতাগী, বাবনা,পাথরঘাটা হাসপাতালে টিকাদান শুরু হয়েছে। প্রতিদিন সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত টিকা দেওয়া হবে। 

গত ১০ আগস্ট (মঙ্গলবার) সকাল ১১ থেকে বরগুনা সদর হাসপাতাল কেন্দ্রে টিকা ফুরিয়ে যাওয়ায় কর্মসূচি স্থগিত করা হয়।

সদর হাসতালের মেডিকেল টেকনোলজিস্ট এনামুল কবির জানান‌, টিকাদান কার্যক্রমে সাধারণ মানুষ উদ্বুদ্ধ হয়ে টিকা নিতে এসেছেন।আমরা তাদেরকে সিরিয়াল অনুযায়ী এবং যাদের বিগত দিনে টিকা দেয়ার তারিখ ছিল তাদেরকে অগ্রধিকার করে টিকা প্রদান করতেছি।তিনি আরো বলেন মেসেজ ছাড়া যে সকল ব্যক্তিরা দ্বিতীয় টিকা গ্রহণ করার জন্য সদর হসপিটালে এসেছেন তাদেরকে টিকা না নিয়েই ফিরে যেতে হচ্ছে বলে জানান।

বরগুনা সকল কেন্দ্রের মধ্যে টিকাদান কর্মসূচি চলমান রয়েছে জানিয়ে বরগুনা সিভিল সার্জন ডা: মারিয়া হাসান, এ সময় তিনি আরো বলেন “কেন্দ্রে টিকা নিতে আসা মানুষের মোটামুটি ভিড় রয়েছে। মেসেজগুলো ভালোভাবে থ্রো করতে পারিনি। আজ থেকে মেসেজ যাচ্ছে। এখন পর্যন্ত যারা অগ্রাধিকার তালিকায় আছে তাদের টিকা দিচ্ছি। এছাড়া যারা এর আগে নিবন্ধন করেও টিকা পায়নি তাদের টিকা দেওয়া হচ্ছে।”

যারা নিবন্ধন করেছেন কিন্তু কোভিশিল্ড পাননি, এছাড়া স্বাস্থ্যকর্মী, পুলিশ সদস্যসহ অগ্রাধিকার তালিকায় থাকা কর্মীরাও টিকা পাচ্ছেন।”

সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায় এপর্যন্ত বরগুনায় ১ লাখ ১০ হাজার ৮৬০ ডোজ টিকা প্রয়োগ করা করা হয়। এরমধ্যে ভারতের কোল্ডশিল্ডের ৪৭ হাজার ২৬০ ডোজ এবং চীনের সিনোফার্মের ৬৩ হাজার ৪৮০ ডোজ। বরগুনা জেলায় নতুন করে কি পরিমাণ টিকা এসেছে জানতে চাইলে সিভিল সার্জন ডাক্তার মারিয়া হাসান তথ্য দিতে অপারগতা প্রকাশ করে তিনি জানিয়েছেন উর্ধতন কর্তৃপক্ষ অনুমতি ছাড়া সংখ্যা বলা যাবে না।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner