1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

লকডাউন শেষে বাংলাবাজার ঘাটে ট্রাকের জট: যাত্রীদের ভিড়

মাসুদ রেজা ফিরোজী, মাদারীপুর জেলা প্রতিনিধি প্রকাশিত: আগস্ট ১১, ২০২১, ০৩:২৬ পিএম
ছবিঃ আগামী নিউজ

মাদারীপুরঃ লকডাউন উঠিয়ে নেওয়া পরে বুধবার (১১ আগস্ট) সকাল থেকে মাদারীপুরের বাংলাবাজার ফেরি ঘাটে যাত্রী পারাপার এখন স্বাভাবিক রয়েছে। তবে অন্য দিনের তুলনায় এখন যাত্রীদের ভিড় দেখা গেছে, সেই সাথে আছে ট্রাকের জট।

সকাল থেকে নৌরুটের ফেরিগুলোতে শতশত যাত্রী ও যানবাহন পারাপার করতে দেখা যায়। এদিকে বাংলাবাজার ঘাটে কয়েকশ পণ্যবাহী ট্রাক আটকে পড়ে আছে। পদ্মা নদীর স্রোত তীব্র থাকার কারণে তুলনামূলক বেশি সময় লাগছে ফেরি পার হতে, এতে দেখা দিয়েছে ট্রাকের জট।

বিআইডব্লিউটিসির বাংলাবাজার ঘাট সূত্রে জানা গেছে, লকডাউন শিথিল করা হলে কর্তৃপক্ষ বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে সাধারণ যাত্রী পারাপার শুরু করেছে। এখন লঞ্চ চলাচল শুরু করায় ফেরির উপর যাত্রীদের চাপ অনেকটা কমেছে।

বিআইডব্লিউটিসির বাংলাবাজার ঘাটের ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন আহমেদ বলেন, নৌরুটে সব ধরনের যানবাহন পার করা হচ্ছে। এছাড়া অ্যাম্বুলেন্সসহ কিছু জরুরি যানবাহন আমরা জরুরী ভিত্তিতে পার করছি। তবে ট্রাকের জট রয়েছে।

বিআইডব্লিউটিসি এর বাংলাবাজার লঞ্চঘাটের টিআই আকতার হোসেন জানান, লকডাউন শিথিল করায় লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner