1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

পীরগাছায় শুরু হয়েছে গণটিকার কার্যক্রম

একরামুল ইসলাম, পীরগাছা(রংপুর) প্রতিনিধি প্রকাশিত: আগস্ট ৭, ২০২১, ০৬:৫৯ পিএম পীরগাছায় শুরু হয়েছে গণটিকার কার্যক্রম
ছবি: সংগৃহীত
রংপুরঃ সবাইকে করোনার টিকার আওতায় আনতে গণটিকার কার্যক্রম হাতে নিয়েছে বাংলাদেশ সরকার। এরই প্রেক্ষিতে সারাদেশের ন্যায় রংপুরের পীরগাছায় গণটিকার কার্যক্রম শুরু হয়েছে।
 
শনিবার (৬আগস্ট) সকাল ৯টা থেকে বিকাল পর্যন্ত চলে এ টিকার কার্যক্রম। সকালে শুরুতেই পীরগাছা বালিকা দাখিল মাদরাসায় গণটিকার উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু আল-হাজ্জাজ।
 
এসময় উপস্থিত ছিলেন সদর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান মো. মোস্তাফিজার রহমানসহ আরও অনেকে।
 
হাসপাতাল সূত্রে জানা গেছে, ৯টি ইউনিয়নে ২৭টি বুথে এ গণটিকার কার্যক্রমে চলছে। প্রতিটি ইউনিয়নে তিনটি বুথ থাকবে প্রতিটি বুথে ২শ করে মোট ৬শ জনকে টিকা দেয়া হবে। প্রথমদিনে পীরগাছায় নারীদের চেয়ে পুরুষেরা টিকা নেয়ার ক্ষেত্রে এগিয়ে আছে।
 
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু আল-হাজ্জাজ বলেন, স্বাস্থ্যবিধি মেনে সকাল থেকে গণটিকার কার্যক্রম শুরু হয়েছে। প্রথম পর্যায়ে আমরা ৫হাজার ৪০০জনকে করোনার টিকা দিতে পারবো।
 
গণটিকার কেন্দ্রগুলো হচ্ছে, কল্যাণী ইউনিয়নের কল্যাণী সরকারি প্রাথমিক বিদ্যালয়, পারুল ইউনিয়নের নয়ারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়, অন্নদানগর ইউনিয়নের সাতদরগা বালিকা উচ্চ বিদ্যালয়, ছাওলা ইউনিয়নের কাশিয়াবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়, তাম্বুলপুর ইউনিয়নের তাম্বুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, পীরগাছা সদর ইউনিয়নের পীরগাছা বালিকা দাখিল মাদরাসা, কৈকুড়ী ইউনিয়ন পরিষদ, কান্দি ইউনিয়নের কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়।
আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner