1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

বরিশালের ১৫১টি কেন্দ্রে করোনার গণটিকা প্রদান

বরিশাল প্রতিনিধি প্রকাশিত: আগস্ট ৭, ২০২১, ০৬:১৪ পিএম বরিশালের ১৫১টি কেন্দ্রে করোনার গণটিকা প্রদান
ফাইল ছবি

বরিশালঃ জেলা ও মহানগরীর ১৫১টি কেন্দ্রে শনিবার সকাল থেকে করোনার প্রতিষেধক টিকা প্রদান করা হচ্ছে। এরমধ্যে সিটি কর্পোরেশনের ৬৪টি কেন্দ্রে এবং জেলার ১০ উপজেলায় ৮৭টি কেন্দ্রে এ টিকা প্রদান কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। শনিবার সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত প্রতিটি বুথে দুইশ’ জনকে দেওয়া হবে প্রথম ডোজের টিকা। 

বিষয়টি নিশ্চিত করে বরিশাল সিটি কর্পোরেশনের মেডিকেল অফিসার ডাঃ মোঃ ফয়সাল হাসবুন বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী শনিবার থেকে টিকা দেওয়ার কার্যক্রম শুরু করা হয়েছে। নগরীর বিভিন্ন এলাকায় ৬৪টি কেন্দ্রে টিকা প্রদান করা হচ্ছে। যেখানে ১৮ হাজার নাগরিককে টিকা দেওয়ার প্রস্তুতি নেয়া হয়েছে। আর এ কার্যক্রমে স্বাস্থ্যকর্মীসহ আড়াইশ’ স্বেচ্ছাসেবক নিয়োজিত রয়েছেন। 

জেলা সিভিল সার্জন ডাঃ মনোয়ার হোসেন জানান, জেলার দশটি উপজেলায় মোট ৮৭টি কেন্দ্র টিকা প্রদান কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। প্রতিটি কেন্দ্রে তিনটি করে বুথ অর্থাৎ মোট ২৬১টি বুথ রয়েছে। এসব বুথে দুইজন করে টিকা প্রদান কর্মী রয়েছেন। প্রতিটি বুথে একদিনে দুইশ’ জনকে টিকা দেওয়া হবে।
 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner