1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

ঠাকুরগাঁওয়ে মাদক বিরোধী অভিযানে  বৃদ্ধের ২ মাসের কারাদন্ড

শামসুল আলম,ঠাকুরগাঁও প্রতিনিধিঃ প্রকাশিত: আগস্ট ২, ২০২১, ০৮:৪১ পিএম ঠাকুরগাঁওয়ে মাদক বিরোধী অভিযানে  বৃদ্ধের ২ মাসের কারাদন্ড
ছবিঃ আগামী নিউজ

ঠাকুরগাঁওঃ জেলায় মাদক বিরোধি অভিযানে এক বৃদ্ধের ২ মাসের কারাদন্ড প্রদান করেন ভ্রাম্মমান আদালত।

সোমবার(২ আগষ্ট) গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার বালিয়া ইউনিয়নের বশিরপাড়া এলাকায় মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর, সদর থানা পুলিশ ফোর্সসহ মাদক বিরোধী টাস্কফোর্স অভিযান পরিচালনা করেন সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন।

এসময় ঠাকুরগাঁও পৌর শহরের বশিরপাড়ায় একটি বাসার পাশে গাজা সেবনরত অবস্থায় হাতে নাতে সেখান থেকে আটক করা হয় বশিরপাড়ার অধিবাসী মোঃ শহিদুল ইসলাম ভান্ডারী (৫৫)। পিতা মৃত আমির উদ্দিন মিস্ত্রি, তাকে এ ব্যাপারে জিজ্ঞাসাবাদ করলে সে জানায় তার পার্শ্ববর্তী বাসা থেকে গাজা সংগ্রহ করেছেন।

পরে সেই বাসাই অভিযান পরিচালনা করা হয় , সেই বাসা থেকে ব্রাক্ষণবাড়িয়া থেকে আগত মোঃ মান্নাফ পাঠান(৪৮) কে আটক করা হয়,তার বহন কারী ব্যাগ থেকে প্রায় ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়।সে বিক্রির উদ্দেশ্যে ব্রাক্ষণবাড়িয়া থেকে এনেছেন,তা স্বীকার করেন।

পরে মাদক সেবনের দায়ে শহীদুল ইসলাম ভান্ডারিকে ২ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার এবং আটককৃত গাজাসহ মোঃ মান্নাফ পাঠান ও বাড়ির মালিকের বিরুদ্ধে নিয়মিত মামলা করার নির্দেশ দেন উপজেলা নির্বাহী অফিসার।অভিযানে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক, পরিদর্শকসহ অনেকেই অংশ নেন।

জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যহত থাকবে বলে জানান উপজেলা নির্বাহী অফিসার।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner