1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

ব্রাহ্মণবাড়িয়ায় ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে ছয় লক্ষ টাকা ছিনতাই

মো. আজহার উদ্দিন, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি প্রকাশিত: আগস্ট ২, ২০২১, ০২:২৪ পিএম ব্রাহ্মণবাড়িয়ায় ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে ছয় লক্ষ টাকা ছিনতাই
ছবিঃ আগামী নিউজ

ব্রাহ্মণবাড়িয়াঃ শহরের স্টেশন রোড এলাকার নান্টু রায় (৪০) নামে এক ব্যবসায়ীকে ছুরিকাহত করে ৬ লক্ষ টাকা ছিনতাই করে নিয়ে গেছে দুবৃর্ত্তরা।

রোববার (১ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে স্টেশন রোড এলাকার চন্দ্রিমা হোটেলের গলিতে এ ঘটনা ঘটে।

ঘটনার পর আহত ব্যবসায়ীকে প্রথমে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার মাথার আঘাত গুরুত্বর হওয়ায় তাকে ভোর রাতে ঢাকা মেডিক্যাল কলেজে প্রেরণ করা হয়েছে।

আহত ব্যবসায়ী নান্টু রায় শহরের কাজী পাড়া এলাকার মৃত মহাপ্রভু রায়ের ছেলে। তিনি আবুল খায়ের কোম্পানীর স্টার শিপের ব্রাহ্মণবাড়িয়ার ডিস্ট্রিবিউটার্স হিসেবে ছিলেন।

প্রতক্ষদর্শী ও আবুল খায়ের কোম্পানীর রিজিউনাল অফিসার লিটন পাল জানান, রোববার সাড়ে ১১টায় ব্যবসায়ী নান্টু রায় তার স্টেশন রোড এলাকার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে শহরের কাজী পাড়া এলাকায় যাচ্ছিলেন। এসময় চন্দ্রিমা হোটেলের গলি দিয়ে যাবার সময় হঠাৎ করে তার পিছন থেকে চারপাঁচ জন যুবক তার মাথায় ছুরিকাঘাত করে। পরে তার সাথে থাকা ৬লক্ষ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়।

উত্তর মোড়াইল স্টেশন এলাকার বাসিন্দা মো. শামীম জানান, রাতে বাড়ী ফেরার সময় চন্দ্রিমা হোটেলের গলিতে চার থেকে পাঁচজন যুবক ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে তার সাথে থাকা টাকা পয়সা ছিনতাই করে নিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে সদর হাসপাতাল ভর্তি করা হয়েছে। এখন তাকে ঢাকায় প্রেরণ করা  হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের কতর্ব্যরত চিকিৎসক আরিফুজ্জামান হিমেল জানান, মাথায় গুরুত্বর আঘাত নিয়ে তিনি হাসপাতালে এসেছিল। তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। তবে তার মাথার আঘাত গুরত্বর হওয়ার তাকে ঢাকায় প্রেরণ করা হয়েছে।

এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: এমরানু্ল ইসলাম জানান,  ছিনতানের বিষয়ে আমাদের কাছে কোনো তথ্য নেই।  এব্যাপারে খোঁজখবর নিয়ে বিষয়টি দেখা হবে।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner