গাইবান্ধা: করোনা পরিস্থিতিতে ক্ষতিগ্রস্থ ১৫০জন সিএনজি চালকের হাতে খাদ্য সহায়তা হিসেবে খাদ্যসামগ্রী তুলে দিলেন গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান। রোববার (১ আগস্ট) বিকেলে প্রধানমন্ত্রীর প্রদত্ত খাদ্য সামগ্রী সিএনজি অটোরিক্সা চালকদের হাতে তুলে তুলে দেয়া হয়।
মহিমাগঞ্জ সিএনজি স্ট্যান্ডে খাদ্য সহায়তা বিতরণকালে সংক্ষিপ্ত বক্তব্যে উপজেলা চেয়ারম্যান আব্দুল লতিফ বলেন, দেশে কেউ না খেয়ে মারা যাবেনা। প্রধানমন্ত্রী করোনাকালে ক্ষতিগ্রস্থ অসহায় মানুষের জন্য খাদ্য সহাতা নিশ্চিত করেছেন। সমাজের অনেকেই আছেন যারা যেকোন সময় সমস্যায় পড়তে পারেন। তারা ৩৩৩ নাম্বারে ফোন করে খাদ্য সহায়তা চাইতে পারেন। এটা লজ্জার নয়, এটা আপনার অধিকার।
এ সময় আরও বক্তব্য রাখেন, মহিমাগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম প্রধান, যুগ্ম সাধারণ সম্পাদক খুরশীদ আলম পলাশ, সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান আতিক সহ অন্যান্য নেতৃবৃন্দ।