1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

পাটুরিয়া ঘাটে ঢাকামুখী যাত্রীদের চরম দুর্ভোগ

নিরঞ্জন সুত্রধর, শিবালয়(মানিকগঞ্জ)প্রতিনিধি প্রকাশিত: আগস্ট ১, ২০২১, ০৭:২২ পিএম পাটুরিয়া ঘাটে ঢাকামুখী যাত্রীদের চরম দুর্ভোগ
ছবি: সংগৃহীত

মানিকগঞ্জঃ পাটুরিয়া ঘাটে কর্মস্থলে ফেরা মানুষের চাপ কমেনি।  ঈদ শেষে কর্মস্থলে ফেরা মানুষের ভিড়ের কারনে গতকাল শনিবার থেকে আজ সকাল থেকে কিছুটা  ভিড় দেখা যায়। করোনাভাইরাসের ঝুঁকি নিয়ে জীবন-জীবিকার তাগিদে যাত্রীরা ফেরিতে গাদাগাদি করে ঢাকায় যাচ্ছেন।

আজ রোববার থেকে সব রপ্তানিমুখী ও শিল্প কারখানা খুলে দেওয়ায় মানুষ কর্মস্থলে ফিরে যাওয়ায় ঘাট এলাকায় মানুষের ভিড় দেখা যায়। বেলা বাড়ার সাথে সাথেই যাত্রীদের চাপ বাড়তে থাকে।

বিআইডব্লিউটির আরিচা অফিস সুত্রে জানা যায়, আজ রোববার সকাল থেকে রপ্তানীমুখী শিল্প কারখানা খুলে দেওয়ায় গতকাল শনিবার সকাল থেকে দৌলতদিয়া ঘাট থেকে হাজার হাজার মানুষ ফেরিতে স্বাস্থ্যবিধি অমান্য করে পদ্মা-যমুনা নদী পাড়ি দিয়ে পাটুরিয়া ঘাটে এসে গন্তব্যের দিকে রওনা হচ্ছেন।

কুষ্টিয়া থেকে ঢাকার নবনগর গামী পাটুরিয়া ঘাটে যানবাহনের জন্য অপেক্ষায় থাকা পোশাক শ্রমিক রানু আক্তার জানান, সকাল ১১টার দিকে পাটুরিয়া ঘাটে আসেন। কিন্ত দুপুর ২টা পর্যন্ত  অপেক্ষায় রয়েছেন। তার কোলে ৭মাসের এক শিশু কন্যা। তার  স্বামী শাহাদুত একটি পোশাক কারখানায় চাকরী করেন। আজ রোববার থেকে অফিস করার কথা ছিল তবে যানবাহন স্বল্পতার কারনে যেতে পারিনি।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner