1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

সিভিল সার্জন অফিসে অগ্নিকাণ্ড: টিকা সংরক্ষণের ফ্রিজের ক্ষতি

বরগুনা প্রতিনিধি প্রকাশিত: জুলাই ৩০, ২০২১, ০১:১৬ পিএম সিভিল সার্জন অফিসে অগ্নিকাণ্ড: টিকা সংরক্ষণের ফ্রিজের ক্ষতি
ছবি: সংগৃহীত

বরগুনাঃ করোনা ভাইরাসের টিকা সংরক্ষণের দুটি ডিপফ্রিজ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। জানা যায় টিকিট সংগ্রহ কারী ডিপফ্রিজ দুটি ভিতরে টিকা আগে থেকেই সরিয়ে নেয়ার কারণে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

শুক্রবার (৩০ জুলাই) ভোর সাড়ে পাঁচটারদিকে বরগুনার সিভিল সার্জনের কার্যালয়ের এই অগ্নিকাণ্ড ঘটে। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারনা দমকল বাহিনীর।

এ বিষয়ে বরগুনার ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার মোঃ খোর্শেদ আলম আগামী নিউজকে বলেন, সাত সকালে সিভিল সার্জনের কার্যালয়ের জানালা দিয়ে ধোয়া বের হতে দেখে এক পথচারি ফায়ার সার্ভিসে ফোন দেন। পরে সাথে সাথেই ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনে।

তিনি বলেন, অগ্নিকাণ্ডে করোনা ভাইরাসের টিকা সংরক্ষণের জন্য সিভিল সার্জনের কার্যালয়ে থাকা দুইটি ডিপফ্রিজ পুড়ে গেছে। তবে পুড়ে যাওয়া ফ্রিজ দুটিতে কোন টিকা ছিল না। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারনা আমাদের।

এ বিষয়ে বরগুনার সিভিল সার্জন ডাঃ মারিয়া হাসান আগামী নিউজকে বলেন, অগ্নিকাণ্ডে করোনাভাইরাসের টিকা সংরক্ষণের জন্য রাখা দুটি ডিপফ্রিজ পুড়ে গেছে। তবে এই ফ্রিজ দুটিতে কোন টিকা না থাকায় টিকার কোন ক্ষয়ক্ষতি হয়নি। এ অগ্নিকাণ্ডের প্রকৃত কারন ও ক্ষয়ক্ষতির পরিমান তদন্ত করে বের করা হবে বলেও জানান তিনি।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner