1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

রামেবির সাবেক ভিসির ইন্তেকাল, শোক প্রকাশ

আমানুল্লাহ আমান, রাজশাহী প্রতিনিধি: প্রকাশিত: জুলাই ২৯, ২০২১, ০৮:২৯ পিএম রামেবির সাবেক ভিসির ইন্তেকাল, শোক প্রকাশ
ছবিঃ সংগ্রহিত

রাজশাহীঃ রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) সাবেক ভাইস চ্যান্সেলর (ভিসি) প্রফেসর ডা. মাসুম হাবিব ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বৃহস্পতিবার (২৯ জুলাই) ভোর রাত ৩টার সময় রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৬৫ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলেসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।

ডা. মাসুম হাবিব ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন। রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ হিসেবে প্রায় ২ বছর দায়িত্ব পালন করেন তিনি। এরপর তিনি রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়ে ২০১৭ সালের ৩০ এপ্রিল থেকে এ বছরের ৩০ এপ্রিল পর্যন্ত দায়িত্ব পালন করেন।

তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রামেবির বর্তমান ভিসি অধ্যাপক ডা. এ.জেড.এম মোস্তাক হোসেন। বৃহস্পতিবার এক শোক বার্তায় তিনি মরহুমের রূহের মাগফিরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। শোক বার্তায় চিকিৎসা ক্ষেত্রে মরহুমের অবদান শ্রদ্ধার সাথে স্মরণ করেন উপাচার্য ডা. মোস্তাক। এদিকে সাবেক উপাচার্য ডা. মাসুম হাবিবের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রামেবির কর্মকর্তা-কর্মচারীরা। তারাও মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

উল্লেখ্য, প্রফেসর ডা. মাসুম হাবিব ১৯৭২ সালে রাজশাহী কলেজিয়েট স্কুল থেকে এসএসসি এবং ১৯৭৪ সালে রাজশাহী গভ: কলেজ হতে এইচএসসি পাশ করেন। এরপর ১৯৮২ সালে এমবিবিএস সম্পন্ন করেন রাজশাহী মেডিকেল কলেজ থেকে। ওই বছরের ২৫ অক্টোবর সহকারি সার্জন হিসেবে প্রথম সরকারি চাকুরীতে যোগদান করে কর্মজীবন শুরু করেন তিনি। রাজশাহীর এ কৃতি সন্তানের পিতা এ.কিউ.এম ফজলুল হকও ছিলেন একজন চিকিৎসক।
 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner